আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৭:৫৩
কামরুল হাসান বাবলু :গতকাল শনিবার দুবাই থেকে আসা ৩ বাংলাদেশী আলী আকবর,রফিকুল ইসলাম ও মো রুবেলকে হযরত শাহজালাল আন্তজার্তিক বিমান বন্দর থেকে গ্রেফতার করেছে ঢাকা কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের এয়ারফ্রেইট ইউনিট।
আসামি মো:রুবেলের কাছ থেকে প্রায় ৪৫ লক্ষ টাকার স্বর্ণ উদ্ধার এবং অন্য দুই যাত্রী আলী আকবর,রফিকুল ইসলাম এর কাছ থেকে ১ কোটি টাকার বাজার মূল্যের ( 2.382 kg )স্বর্ণের বার ও পেস্ট স্বর্ণ উদ্ধার করা হয় ।
কাস্টমস সূত্র জনায়, যাত্রী আলী আকবর,রফিকুল ইসলাম ও মো রুবেল দুবাই হতে ঢাকাগামী FLIGHT NO- “ইউএস বাংলা ৩৪২” তারিখঃ ২২.১০.২০২২ খ্রিঃ, আনুমানিক সময়- সকাল ০৭.১০ মিনিটে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন।যাত্রীদের সিট নং ০৫ডি,১৪সি,০৯ডি।
কাস্টমস সূত্র জনায় যাত্রীরা ইমিগ্রেশন সম্পন্ন করে রেড চ্যানেল দিয়ে প্রবেশ করে প্রত্যেকে ২টি করে স্বর্ণবারের (232×2=464গ্রাম) ঘোষণা প্রদান পূর্বক শুল্ক করাদি দিয়ে গ্রীণ চ্যানেল অতিক্রমকালে তাদের কাছে ঘোষণা বহিভূত কোন পণ্য কিংবা স্বর্ণবার আছে কিনা গোয়েন্দা সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে কাস্টম হাউস ঢাকা এর প্রিভেনটিভ কর্মকর্তা জানতে চাইলে যাত্রীরা তাদের কাছে থাকা ২টি করে স্বর্ণবার এবং ৯৮ গ্রাম করে স্বর্ণালংকার ছাড়া আর কোন শুল্কযুক্ত পণ্য নেই বলে জানান যাত্রীরা । পরবর্তীতে অধিকতর নিশ্চিত হওয়ার জন্য যাত্রীদেরকে আর্চওয়ে করা হলে আর্চওয়েতে ধাতব পদার্থ থাকার সংকেত পাওয়া যায়। এরপর শরীর তল্লাশী করা হলে যাত্রীদের শর্ট প্যান্টে অভিনব কায়দায় আটকানো পেস্ট আকারের স্বর্ণ পাওয়া যায়।
পরবর্তীতে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণের উপস্থিতিতে যাত্রী মো:রুবেলকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস আগমনী হলের ব্যাগেজ কাউন্টারে যাত্রীদের পরিহত শর্টপ্যান্ট খুলে স্বর্ণকারের সহায়তায় তা আগুনে পুড়িয়ে এবং এসিডে ধৌত করে যাত্রী আলী আকবর এর কাছ থেকে ৪৬৪ গ্রাম পেস্ট আকারের স্বর্ণ উদ্ধার করা হয়। এছাড়া অভিনব কায়দায় স্বর্ণ চোরাচালানের অপচেষ্টা করায় তার সাথে আনা সমুদয় স্বর্ণ সর্বমোট ৭৯৪ গ্রাম(দুটি সোনার বার ২৩২ গ্রাম,স্বর্ণালংকার ৯৮ গ্রাম ও পেস্ট আকারের ভেজা সোনা ৪৬৪ গ্রাম) আটক করা হয়। তার সাথে থাকা আটক স্বর্ণের বাজারমূল্য প্রায় ৪৫ লাখ টাকা।
অপরদিকে যাত্রী রফিকুল ইসলাম ও মো রুবেল ইসলামকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস আগমনী হলের ব্যাগেজ কাউন্টারে যাত্রীদের পরিহত শর্টপ্যান্ট খুলে স্বর্ণকারের সহায়তায় তা আগুনে পুড়িয়ে এবং এসিডে ধৌত করে তাদের কাছ থেকে পেস্ট আকারের ভেজা স্বর্ণ (৪৬৪ ও ৪৬৪ গ্রাম) সর্বমোট ৯২৮ গ্রাম উদ্ধার করা হয়। এছাড়া অভিনব কায়দায় স্বর্ণ চোরাচালানের অপচেষ্টা করায় তাদের সাথে আনা সমুদয় স্বর্ণ সর্বমোট ১৫৮৮গ্রাম (৪টি সোনার বার ৪৬৪ গ্রাম,স্বর্ণালংকার ১৯৬ গ্রাম ও পেস্ট আকারের ভেজা সোনা ৯২৮ গ্রাম) কাস্টম হাউস ঢাকা এর প্রিভেন্টিভ টীম আটক করে। তাদের সাথে থাকা আটক স্বর্ণের বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা।
উল্লেখ্য , আটককৃত স্বর্ণসমূহ সৃজা জুয়েলার্স, এল কে প্লাজা, ৯০ দক্ষিণখান বাজার, ঢাকা-১২৩০ এর প্রতিনিধির মাধ্যমে কষ্টি পাথরের সাহায্যে প্রাথমিক পরীক্ষা করা হয়। প্রাথমিক পরীক্ষায় আটককৃত স্বর্ণসদৃশ পেস্টকে স্বর্ণ হিসেবে প্রতিষ্ঠানটি প্রত্যয়ন প্রদান করেছে । পরবর্তী আসামীদেরকে আটক করে বিমান বন্দর থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে কাস্টমস আইনে বিমানবন্দর থানায় ফৌজদারী মামলা দায়ের করা হয়েছে ।
গ্রেফতারকৃত আসামি মো:রুবেল ও রফিকুলের বিরুদ্ধে বাদী হয়ে মামলা করেন সহকারী রাজস্ব কর্মকর্তা নাফিজ আমিন রিজভী।মামলা নং- ৩০ / ১০/ ২০২২ ইং ।
অন্য আসামি আলী আকবর এর বিরুদ্ধে বাদী হয়ে মামলা করেন সহকারী রাজস্ব কর্মকর্তা সামসেদ আহম্মেদ উর্মি ।মামলা নং- ২৯ / ১০/ ২০২২ ইং।
থানা সূত্র থেকে জানা যায়, পৃথক পৃথক মামলায় আসামীদেরকে আজ ২৩ অক্টবর রবিবার সি এ এম কোর্টে পাঠানো হয়েছে ।আরো তথ্য জানার জন্য পুলিশি রিমান্ডের আবেদন জানানো হবে ।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |