আজ শুক্রবার | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৭:৩৩
এস, এম, মনির হোসেন জীবন – হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ থেকে দুবাইয়ে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা পাচারের চেষ্টাকালে সারজাগামী এক যাত্রীকে গ্রেফতার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তাগন।
গ্রেফতারকৃতের নাম মোঃ ইয়াছিন মিয়া। তার বাসা ১৫ নং হরমন সিলিস্টি, লালবাগ ঢাকা ১২১১।
আজ সোমবার কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর’র উপ-পরিচালক আহমেদুর রেজা চৌধুরী বিপুল পরিমান বৈদেশিক মুদ্রাসহ এক যাত্রী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার দিবাগত রাতে শাহজালাল বিমানবন্দরের আন্তর্জাতিক বহির্গমণ লাউঞ্জে ৫ নম্বর বোডিং ব্রিজ এলাকা থেকে অভিযুক্ত যাত্রীকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সহ আটক করা হয়।
আহমেদুর রেজা চৌধুরী জানান, উদ্ধারকৃত বৈদেশিক মুদ্রার মধ্যে রয়েছে গ্রেট ব্রিটেন পাউন্ড ১৬৫০, বাহরাইন দিনার ২০০০, মার্কিন ডলার ৪০০,ওমান রিয়াল ৬৩০০, সৌদি রিয়াল ৪০০০০, কুয়েতি দিনার ১০০, এমিরেটস দিরহাম ৩৩৭৫ এবং বাংলাদেশি টাকা ৫৯ হাজার ৬৪০ টাকা। বাংলাদেশি টাকায় যার সমতুল্য প্রায় চৌত্রিশ লাখ আটানব্বই হাজার দুই টাকা।
কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা জানতে পারে যে, ঢাকা থেকে সারজাগামী বিমান বাংলাদেশ এয়ার লাইন্স’র (ফ্লাইট নম্বর বিজি- ৩৫১) এ করে একজন যাত্রী বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করছে। এই তথ্যের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি দল আন্তর্জাতিক বহির্গমণ লাউঞ্জে ৫ নম্বর গেটে অবস্থান নেয়। রোববার রাত ৯ টার দিকে সন্দেহভাজন যাত্রী ইমিগ্রেশন সম্পন্ন করে বিমানে উঠার প্রস্তুতি নিলে কাস্টমস গোয়েন্দা কর্মকর্তাগন ৫ নম্বর বোডিং ব্রিজের নিকট থেকে অভিযুক্ত সারজাগামী যাত্রী
ইয়াছিন মিয়াকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সহ আটক করে। অভিযানে নেতৃত্বদেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপ-পরিচালক আহমেদুর রেজা চৌধুরী।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর’র উপ-পরিচালক আহমেদুর রেজা চৌধুরী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত যাত্রী নিয়মিত বৈদেশিক মুদ্রা পাচারের বিষয়টি স্বীকার করেন। প্রতি মাসে সে ৪-৫ বার দুবাই-বাংলাদেশ যাতায়াত করেন। যাত্রীর সাথে ইউনাইটেড আরব আমিরাতের রেসিডেন্ট আইডেন্টিটি কার্ড পাওয়া যায়।
তিনি আরো জানান, তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইন ও কাস্টমস এ্যাক্ট আইনে আজ মামলা দায়ের করা হয়। পরে তাকে পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে।
Dhaka, Bangladesh শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 12:00 PM |
Asr | 3:00 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:41 PM |