আজ বৃহস্পতিবার | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৮:০৯
এস, এম, মনির হোসেন জীবন- হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কেজি ৩৩৬ গ্রাম স্বর্ণসহ দুবাই থেকে দেশে আসা এক যাত্রীকে আটক করেছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এর কর্মকর্তাগন। গ্রেফতারকৃত যাত্রীর নাম নুর হোসেম । উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় ৯৩ লাখ ৫২ হাজার টাকা বলে জানা গেছে।
আজ শনিবার কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের উপ-পরিচালক সানজিদা খানম সোনা আটকের এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রীন চ্যানেল এলাকা থেকে এসব সোনা উদ্বার করা হয়।
সানজিদা খানম জানান, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এর মহাপরিচালকের নিকট গোপন সংবাদ আসে যে, দুবাই থেকে আগত দুবাই-ঢাকা রুটের এমিরেটস এয়ারলাইন্সের (ইকে-৫৮২) নম্বরের ফ্লাইটে
একজন যাত্রী চোরাচালানকৃত স্বর্ন বহন করছে। পরবর্তীতে শনিবার সকাল ৮ টা ৫০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের (ইকে-৫৮২) নম্বরের ফ্লাইটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে।
তিনি আরও জানান, এ লক্ষে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের উপ-পরিচালক সানজিদা খানম’র নেতৃত্বে কাস্টমস গোয়েন্দার একটি দল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে। গ্রীন চ্যানেল অতিক্রম কালে সন্দেহভাজন একজন ব্যক্তিকে সনাক্ত করা হয়। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে স্বর্ণ পরিবহনের কথা অস্বীকার করে। কিন্তু গোয়েন্দা দল ওই যাত্রীর দেহ তল্লাশীর সময় গায়ের জামার মধ্যে শক্ত কিছুর অস্তিত্ব টের পায়। পরে তার গায়ের জামা, প্যান্ট, আন্ডার গার্মেন্টস ভালভাবে পরীক্ষা করে বিশেষ উপায়ে দুই স্তর বিশিষ্ট ফেব্রিক্স দ্বারা তৈরি এসব বস্ত্রের মধ্যে পেস্ট সদৃশ স্বর্ণের উপস্থিতির সন্ধ্যান খুঁজে পায়। অভিনব উপায়ের পরিধিত শার্ট,প্যান্ট ও আন্ডার গার্মেন্টসের দুই স্তরের মাঝে বিশেষ আঠা দিয়ে লাগিয়ে এসব স্বর্ণ চোরাচালানের চেষ্টা করা হয়।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের এ কর্মকর্তা আরও জানান, আটক যাত্রীর নিকট থেকে মোট ১ কেজি ৩৩৬ গ্রাম সোনা পাওয়া যায়। যার মধ্যে পেস্ট সদৃশ্য (লিকুইড) স্বর্ণ ১০০৩ গ্রাম, দু পিস স্বর্ণবার, ২৩৩ গ্রাম ও স্বর্ণালংকার ১০০ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় ৯৩ লাখ ৫২ হাজার টাকা । অভিযুক্ত যাত্রী নুর হোসেন এর বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন এবং ১৯৬৯ সালের কাস্টমস এ্যাক্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আজ তাকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:40 PM |