আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:৩৭
মনির হোসেন জীবন- রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে অবৈধ মানবপাচারকারী চক্রের মূলহোতা শানুসহ দু’জনকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সংঘবদ্ধ চক্রটি রোমানিয়ায় লোক পাঠানোর কথা বলে প্রায় শতাধিক ব্যক্তির নিকট থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে আত্নসাত করেছেন। র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতরা হলেন, এ সংঘবদ্ধ চক্রের মূলহোতা নওগা জেলার আত্রাই থানার বিহারীপুর গ্রামের মো: সুলতান আলী খন্দকার তৈইবুরের পুত্র মোঃ আক্তার হোসেন খন্দকার শানু (৪৩) ও তার প্রধান সহযোগী নোয়াখালী জেলার সুধারাম থানার লক্ষী নারায়ণপুর গ্রামের মো: আবুল কাশেমের পুত্র তাকবির হোসেন সবুজ (৪৮)। আজ বৃহস্পতিবার সকালে র্যাব-৩ এর কমান্ডিং অফিসার (অধিনায়ক) লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর একটি দল গতকাল বুধবার দিবাগত রাতে রাজধানীর শাহজাহানপুর এলাকা ঝটিকা অভিযান চালিয়ে সংঘবদ্ধ মানবপাচারকারী চক্রের সক্রিয় মূলহোতা মোঃ আক্তার হোসেন খন্দকার শানু (৪৩) এবং তার প্রধান সহযোগী তাকবির হোসেন সবুজ (৪৮)কে আটক করতে সক্ষম হয়। এদিকে, আজ র্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার স্টাফ অফিসার (মিডিয়া) ফারজানা হক জানান, আটককৃত আসামিদের জনশক্তি রপ্তানীর কোন লাইসেন্স না থাকা স্বত্তেও তারা ভিকটিমদের উচ্চ বেতনে চাকুরী, বছরে দুটি বোনাস, থাকা খাওয়া ফ্রীসহ রোমানিয়া পাঠানোর কথা বলে প্রায় শতাধিক বেকার যুবকদের নিকট থেকে লক্ষ লক্ষ টাকা আত্নসাত করেছে। তিনি আরো জানান, এছাড়া তারা ভিকটিমদের রোমানিয়া প্রেরণ করে সেখানে অবস্থিত তাদের সহযোগীদের মাধ্যমে ভিকটিমদের জিম্মি করে শারিরীক ও মানসিক নির্যাতন চালিয়ে মুক্তিপণের জন্য আরো অর্থ দাবী করত। আটককৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |