আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:০৫
নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : বুধবার রাতে র্যাবের হাতে গ্রেপ্তার শিক্ষক উৎপল কুমার সরকার হত্যার প্রধান আসামী আশরাফুল ইসলাম জিতু আটক হয়েছে। পরে আশরাফুল ইসলাম জিতুকে বৃহস্পতিবার (৩০ জুন) দুপুর আড়াইটার দিকে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আশুলিয়া থানা পুলিশ জিতুকে ১০ দিনের রিমান্ড চেয়ে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করে।
এবিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক বলেন, র্যাব সদস্যরা শিক্ষক উৎপল কুমার সরকার হত্যার প্রধান আসামী আশরাফুল ইসলাম জিতু মামলার তিন দিন পর বুধবার গাজীপুর থেকে আটক করে । পরে তাকে আশুলিয়া থানায় হস্তান্তরের পর অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য জিতুকে ১০ দিনের রিমান্ড আবেদন করে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। বিকেলে পুলিশ জানায়, শিক্ষক উৎপল কুমার সরকার হত্যাকান্ডের প্রধান আসামী কে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো পর বিকালের দিকে তাকে আদালতে তোলা হয়েছে।
ঢাকার আশুলিয়ায় হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে স্টাম্প দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ছাত্র আশরাফুল আহসান জিতুর পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব হাসান তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে, ঢাকা শিক্ষা বোর্ড সুত্রে জানা গেছে, হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপলকে হত্যার ঘটনায় বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার কলেজের গভর্নিং বডির অ্যাডহক কমিটি স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তারা কোনো ধরনের কার্যক্রম চালাতে পারবে না। ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করে ১০ বছর ধরে আশুলিয়ার চিত্রশাইল এলাকার হাজি ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে শিক্ষকতা করছিলেন উৎপল। এই প্রতিষ্ঠানের পরিবেশ কমিটির সভাপতিও ছিলেন তিনি।
উল্লেখ থাকে, গত ২৫ জুন দুপুরে কলেজ মাঠে মেয়ে শিক্ষার্থীদের ক্রিকেট টুর্নামেন্ট চলাকালে উৎপলকে স্টাম্প দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ ওঠে একই প্রতিষ্ঠানের দশম শ্রেণীর ছাত্র আশরাফুল ইসলাম জিতুর বিরুদ্ধে। পরদিন সকালে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় উৎপলের। একই দিন তার বড় ভাই অসীম কুমার আশুলিয়া থানায় হত্যা মামলা করেন। মামলার তিন দিন পর বুধবার কুষ্টিয়ার কুমারখালী থেকে আসামি জিতুর বাবা উজ্জ্বল হোসেনকে এবং পরে গাজীপুর থেকে জিতুকে গ্রেপ্তার করা হয়। হত্যার পর জানা যায়, জিতুর সঙ্গে একই শিক্ষাপ্রতিষ্ঠানের এক ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। মেয়েটি সেখানকারই এক শিক্ষকের শ্যালিকা। জিতুর বিরুদ্ধে আগে থেকেই বখাটেপনার অভিযোগ ছিল। দুইজনকে স্কুলের একটি কক্ষে ঘনিষ্ঠ অবস্থায় দেখার পর মেয়েটির পরিবারকে বিষয়টি জানান উৎপল। মেয়েটিকে এই পথ থেকে ফেরানোর পরামর্শ দেন তিনি। পরে সেই ক্ষোভ থেকেই উৎপলকে পেটানো হয়।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |