আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:৩২
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের এমপি আলহাজ আনোয়ার হোসেন হেলাল বলেছেন, শিক্ষার্থীদের সু-শিক্ষা অর্জনের মাধ্যমে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। সোনার মানুষ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। আগামীতে সুশিক্ষায় শিক্ষিত শিক্ষার্থীদের হাত ধরে স্মাট বাংলাদেশ গড়ে উঠবে। আজকের শিক্ষার্থী আগামী দিনের ভবিষ্যত। তাই দেশের সার্বিক উন্নয়নে আমাদেরকে শিক্ষার প্রতি মনোনিবেশ করতে হবে। তিনি গতকাল রোববার আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারী কলেজের নবীন বরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুল হকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আত্রাই উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো. ইকতেখারুল ইসলাম, আত্রাই থানার ওসি মো. তারেকুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মো. হাফিজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সহ-সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল, সাধারণ সম্পাদক আক্কাছ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আফছার আলী, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি জুয়েল, উপজেলা ছাত্র লীগের সভাপতি মাহদী মসনদ স্বরূপ, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সোহাগ, কলেজ ছাত্র লীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাব্বি প্রমুখ। বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |