আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১০:৪৩
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ-ঝিনাইদহ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম এ আরিফ সরকারের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে শহরের পোস্ট অফিস মোড়ে মানববন্ধন কর্মসুচি পালিত হয়। সোমবার সকালে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি ঝিনাইদহ জেলা শাখা মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় এক প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) সোমবার ঝিনাইদহ সার্কিট হাউজে এম এ আরিফ সরকারের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে গেছেন। তদন্ত নিরোপেক্ষ করার দাবী জানিয়ে বক্তাগন বলেন, সেই সাথে জেলা শিক্ষা অফিসে গত ২৯ মার্চ রহস্যজনক আগুন লাগার বিষয়টিও যেন খতিয়ে দেখা হয়। উল্লেখ্য শিক্ষা বিভাগের ঘুষখোর দুই কর্মকর্তা এম এ আরিফ সরকার ও সুশান্ত কুমার দেবের বিরুদ্ধে সোমবার খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনারের অফিস থেকে তদন্ত করা হয়। তারা শিক্ষকদের কাছে ঘুষ দাবী, করোনাকালে টাকা নয়ছয়, এমপিও করার সময় টাকা দাবী ও এবতেদায়ী মাদ্রাসা ভিজিটের সময় টাকা দাবী করেন বলে অভিযোগ রয়েছে।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |