আজ বৃহস্পতিবার | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৭:১০
বিডি দিনকাল ডেস্ক :- শুক্রবার একদিনে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৮০ হাজার মানুষ। মারা গেছেন কমপক্ষে ১৮০০। বিশ্বের মধ্যে বর্তমানে এ সংখ্যা সর্বোচ্চ। নিউ ইয়র্ক এবং অন্য বড় শহরগুলো থেকে সরকারিভাবে পাওয়া তথ্যে বলা হচ্ছে, সেখানে ওমিক্রন ভ্যারিয়েন্টের ঢেউ কমে আসা শুরু হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে আরো বলা হয়, করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকার জন্য জনগণকে যতটা সম্ভব সুরক্ষামূলক মাস্ক ব্যবহার করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)।
করোনাভাইরাসের বিরুদ্ধে সুরক্ষিত থাকার জন্য মাস্ক পরার জন্য নির্দেশনা পর্যালোচনা করেছে যুক্তরাষ্ট্র। বলা হয়েছে, দেশজুড়ে এন৯৫ মাস্ক সঙ্কটের প্রেক্ষিতে এমনটা করা হয়েছে। সিডিসি তার ওয়েবসাইটে বলেছে, এন৯৫ এবং কেএন৯৫ মাস্ক ব্যবহার করতে পারে জনগণ।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:40 PM |