আজ মঙ্গলবার | ১৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৯শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৩:৪৮
ঢাকা : ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনের বিষয়ে দেয়া প্রতিক্রিয়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, শুধু সরকারিতে নয়, সব খাতেই দুর্নীতির বিস্তৃতি রয়েছে এতে কোনো সন্দেহ নাই। সমস্যা যেমন আছে, দুর্নীতিও আছে। দুর্নীতির বিষয়ে আমরা যেমন কঠোর, সরকারে কমিটমেন্টও কঠোর। সে কঠোরতার কারণে আমি করি দুর্নীতি মাত্রা যতোটুকু বেড়েছে ততো টুকু না হলেও কিছুটা কমেছে বলে আমার ব্যক্তিগত ধারণা।
দুদক চেয়ারম্যান বলেন, দুদক এ জাতীয় প্রতিবেদন সব সময়ই গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে। এখন পর্যন্ত প্রতিবেদনটি অমরা পূর্ণাঙ্গভাবে পর্যালোচনা করিনি। আপনাদের কাছ থেকেই আমরা জেনেছি, দেশের ৮৬ শতাংশ মানুষ দুর্নীতি দমন কমিশনের প্রতি আস্থা ব্যক্ত করেছেন।
তিনি বলেন, আমি মনে করি, জনগণের প্রতি দুদকের দায়িত্ব আরো বাড়লো। তাদের এই আস্থা টেকসই করতে হবে। দুদককে নিরবচ্ছিন্নভাবে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। জনগণের আকাক্সক্ষা বাস্তবায়ন করতে হলে দুর্নীতি শনাক্তকরণ, অনুসন্ধান, তদন্ত ও প্রসিকিউশন নিখুঁতভাবে করার কোনো বিকল্প নেই।
Dhaka, Bangladesh সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:20 AM |
Sunrise | 6:40 AM |
Zuhr | 12:01 PM |
Asr | 3:02 PM |
Magrib | 5:22 PM |
Isha | 6:43 PM |