আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:৫৩
নিজস্ব প্রতিনিধি ॥বিশিষ্ট রাজনীতিবিদ জাতীয় পার্টি (কাজী জাফর) এর সাবেক মহাসচিব ও একাধিকবার নির্বাচিত সাবেক কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান মরহুম জাফরুল্লাহ্ খান চৌধুরী লাহড়ী’র মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা ও দু’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠে এ স্মরণসভা ও দু’আ মাহফিল অনুষ্ঠিত হয়।
জাতীয় পার্টি (কাজী জাফর) কুষ্টিয়া জেলা শাখার সাংগাঠনিক সম্পাদক আরিফ খাঁন চৌধুরীর সঞ্চালনা ও সভাপতি জাহাঙ্গীর হাফিজ লালুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি (কাজী জাফর) এর চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার।
প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, “আজ আমরা গণ ঐক্যের মাধ্যমে স্বৈরাচারীর একটি নিষ্ঠুর দানবের পতন ঘটিয়েছি। এই গণ ঐক্য ধরে রেখে দ্বিতীয়বারের যে স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতার রক্ষা করতে হবে। শেখ হাসিনা পালিয়ে গিয়ে দিল্লির একটি মোদির সুরক্ষিত ভবনে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সকলকে সজাগ থাকতে হবে। তিনি জাতীয় পার্টি (কাজী জাফর) এর সাবেক মহাসচিব মরহুম জাফরুল্লাহ্ খান চৌধুরী লাহড়ী ৩য় মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে এসে এসব কথা বলেন। মরহুম জাফরুল্লাহ্ খান চৌধুরী লাহড়ীর রুহের মাগফেরাত কামনা করেন তিনি।
জাতীয় পার্টি (কাজী জাফর) এর মহাসচিব ও কুষ্টিয়া-২ আসনের সাবেক সাংসদ আহসান হাবিব লিংকন বিশেষ অতিথির বক্তব্যে বলেন, “শেখ হাসিনার আমলে ব্যাংকে চুরি হয়েছে, কিন্তু কোন চোরকে ধরতে দেওয়া হয় নাই। ৩২ জন শিশুকে হেলিকপ্টার থেকে গুলি করে মারা হয়েছে। হাজার হাজার লোককে নির্বিচারে হত্যা করেছে। এই খুনি স্বৈরাশাসক হাসিনার আওয়ামী লীগ এ দেশ থেকে বিলুপ্ত হয়ে যাবে। এদেশ তারেক রহমানের নেতৃত্বে এবং ড.ইউনুসের দিকনির্দেশনায় চলবে।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি (কাজী জাফর) এর প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সাংসদ নওয়াব আলী আব্বাস খান, ভাইস চেয়ারম্যান হান্নান আহমেদ খান বাবলু, কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার মোস্তফা জুবায়ের হায়দার।
এছাড়াও অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি জেনারেল সুজা উদ্দিন জোয়ার্দ্দার, কুষ্টিয়া জেলা বিএনপির সদ্য সাবেক সাংগাঠনিক সম্পাদক এ্যাডভোকেট শামিম উল হাসান অপু, সিনিয়র এ্যাডভোকেট জহুরুল ইসলাম।
উক্ত স্মরণসভা ও দু’আ মাহফিলে উপস্থিত সকলে মরহুম জাফরুল্লাহ্ খান চৌধুরী লাহড়ী’র আত্মার মাগফিরাত কামনা করেন।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |