আজ বুধবার | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৮ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ১১:৫৭
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ-যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত এক আসামী ঝিনাইদহ জেলা কারাগার আত্মহত্যা করেছেন। তার নাম মফিজ (৩৬)। তিনি শৈলকুপা উপজেলার বাগুটিয়া গ্রামের মুজিবর রহমানের ছেলে। রোববার সকাল ১১টার দিকে ঝিনাইদহ কারাগারের কপোতাক্ষ ওয়ার্ডের ৩ নং সেলের সৌচাগার থেকে মফিজের লাশ উদ্ধার করা হয়। ২০১৬ সালে দায়েরকৃত একটি যৌতুক মামলায় (মামলা নং সিআর ৮৪/২০১৬) মফিজ ৫ বছরের সাজাপ্রাপ্ত হয়ে গত ২১ জানুয়ারি কারাগারে আসেন। কারাগারের জেলার মোঃ রফিকুল ইসলাম জানান, মফিজ নামের এক কয়েদি যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে আসেন। হয়তো স্ত্রীর মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার কারণে লজ্জা ও হতাশায় আত্মহত্যা করেছেন। জেলার আরো বলেন, রোববার ১১টার দিকে কারাগারের বাথরুমের গ্রিলের সাথে গামছা দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় মফিজের লাশ ঝুলতে দেখে অন্যান্য বন্দিরা কারারক্ষিদের খবর দেন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন। লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার পরে দায়িত্বশীল কর্মকর্তারা কারাগার পরিদর্শন করেছেন। আসামি মফিজ জেল খানার মধ্যে রান্নাবান্নার কাজে সহায়তা করতো বলে জানা গেছে।
Dhaka, Bangladesh বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:05 PM |
Asr | 3:07 PM |
Magrib | 5:28 PM |
Isha | 6:48 PM |