আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ২:০৪
জাহিদুর রহমান তারিক, স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মলমলি গ্রামের খাল থেকে রেখা রানী পাল (৪৫) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১০ টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত রেখা রানী পাল ওই গ্রামের মৃত শশধর মন্ডলের স্ত্রী। ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) আরিফুল ইসলাম জানান, রেখা রানী পাল সোমবার সকাল ১১ টার দিকে কেষ্টপুর গ্রামের ভাইয়ের বাড়ী থেকে জমি লিজ দেওয়া টাকা নিয়ে গ্রামে ফিরছিল। সারাদিন বাড়িতে না ফেরায় বাড়ির লোকজন খোঁজাখুজি শুরু করে। পরে রাত ৮ টার দিকে মলমলি গ্রামের খালের ধারে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহত’র ছেলে অপুর্ব কুমার জানান, তিনি পার্শ্ববর্তী উমেদপুর ইউনিয়নের হালসাদাড়ি গ্রামে যান জমি লীজের টাকা আনতে। লীজের ১১ হাজার টাকা নিয়ে তার মা বিকালের দিকে বাড়ি ফিরছিলেন। হয়তো টাকার জন্য ছিনতাইকারীরা তার মাকে হত্যা করতে পারে। প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম জানান, রেখা রানীর গলায় আঘাতের চিহ্ন ও মুখে এবং গলায় রক্তের দাগ আছে।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:08 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |