- প্রচ্ছদ
-
- অপরাধ
- শৈলকুপায় বিস্কুটের লোভ দেখিয়ে শিশু ধর্ষণ চেষ্টা, থানায় মামলা, লম্পট ও তার পরিবারের সদস্যরা পলাতক
শৈলকুপায় বিস্কুটের লোভ দেখিয়ে শিশু ধর্ষণ চেষ্টা, থানায় মামলা, লম্পট ও তার পরিবারের সদস্যরা পলাতক
প্রকাশ: ১২ অক্টোবর, ২০২০ ১০:১১ পূর্বাহ্ণ
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ -ঝিনাইদহের শৈলকুপায় বিস্কুটের লোভ দেখিয়ে ৪ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে নয়ন ইসলাম ওরফে শশি (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় উপজেলার হাকিমপুর ইউনিয়নের হরিহরা গ্রামে। এ ঘটনায় শৈলকুপা থানায় শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। শিশুটির মা বেলি খাতুন জানান, শনিবার সন্ধ্যায় বিস্কুটের লোভ দেখিয়ে লম্পট নয়ন শিশুটিকে তার রুমে ডেকে নেয়। শিশুটির চিৎকারে তার মা ছুটে গিয়ে বাজে অবস্থায় লম্পটকে দেখতে পাই পরে শিশুটিকে উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। এ ঘটনায় লম্পট ও তার পরিবারের সদস্যরা ঘরে তালা দিয়ে পালিয়েছে। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, শিশু ধর্ষণ চেষ্টায় মামলা দায়ের হয়েছে। মামলা নং- ১১, তাং-১০/১০/২০। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
Please follow and like us:
20 20