আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | বিকাল ৪:৩৫
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-ঝিনাইদহেরশৈলকুপা উপজেলার মহিষগাড়ি গ্রামে মামলা তুলে নিতে বাদীর ভাঙচুর করেছে আসামী পক্ষ। বুধবার রাতে বাদীর বাড়িতে আসামীরা দেশীয় অস্ত্র নিয়ে বেশ কয়েকজন প্রবেশ করে মামলা তুলে নিতে হুমকি দেয়। এ ঘটনায় বাদীর পরিবার জীবন নাশের আশংকায় রয়েছে। মামলার বাদী একুব্বর হোসেন জানান, নভেম্বর মাসের ৫ তারিখ তার শিশু সন্তান বাড়ির পাশে খেলা করছিল। এ নিয়ে বাড়ি পাশের বাবুল মন্ডলের সাথে বাকবিতন্ডা হয়। এরই এক পর্যায়ে বাবুল মন্ডলের সমর্থকরা একুব্বরের শিশু সন্তানসহ পরিবারের লোকজনকে মারধর করে। এ ঘটনায় ঝিনাইদহ আলাদতে একুব্বর বাদী হয়ে ৫ জনকে আসামী করে মামলা দায়ের করে। মামলা করায় বাবুলের লোকজন বিভিন্ন সময় মামলা তুলে নিতে হুমকি ধামকী প্রদান করে। হুমকি ধামকী দেওয়ায় মামলার বাদী একুব্বর থানায় জিডি করেছে। তারপরও ক্ষ্যান্ত হয়নি আসামীরা। গত বুধবার রাতে আসামী বাবুল মন্ডল, লুলু মন্ডল, আলমগীর মন্ডল ও উজ্জ্বল হোসেন বাদীর বাড়িতে রাত সাড়ে ১১ টার সময় দেশী অস্ত্র নিয়ে ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে। ঘরে ঢুকে বাদীর গলায় রামদা ঠেকিয়ে মামলা তুলে নিতে। পরে বাড়ির লোকজন ঠিক পেয়ে ছুটে আসলে তাদের উপরেও চড়াও হয়। এমনকি কুপিয়ে বাড়ি ঘর ভাঙচুর করেছে। এতে আতংকে দিন পার করছে বাদীর পরিবার। তাই পুলিশসহ সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের কাছে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহনের দাবি জানান। মামলার আসামী বাবলু বলেন, এমন কোন ঘটনা ঘটেনি আমাদের ফাঁসাতে চক্রান্ত করা হচ্ছে। শৈলকুপা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |