আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ১১:৪৩
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ -যানজট নিরসন, অবৈধ পার্কিং বন্ধসহ ট্রাফিক পুলিশের কার্যক্রম সহনীয় রাখতে ঝিনাইদহের শৈলকুপায় ট্রাফিক পুলিশের স্থায়ী কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে চৌরাস্তা ও কবিরপুর তিনরাস্তা মোড়ে এ কার্যক্রম শুরু হয়। জানা গেছে, শৈলকুপা পৌর শহরের চৌরাস্তা মোড়, কবিরপুর তিন রাস্তা মোড়, হাসপাতাল গেটসহ সাপ্তাহিক বাজারের দিনে অস্বাভাবিক যানজট সৃষ্টি হয়। পুলিশ ও অনসার সদস্য দিয়ে এ যানজট নিরসন সম্ভব হচ্ছিল না। তাই যানজট নিরসনে স্থায়ীভাবে ট্রাফিক পুলিশের কার্যক্রম চালু করেছে জেলা পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ কার্যক্রম চলবে বলে জানা গেছে। জেলা পুলিশের ট্রাফিক ইন্সেপেক্টর ইসমাইল হোসেন জানান, জেলা ট্রাফিক পুলিশের ইনচার্জ সালাহউদ্দীন আহমেদের নির্দেশনায় এখন থেকে শৈলকুপায় যানজট নিরসনে স্থায়ীভাবে দু‘জন ট্রাফিক পুলিশ সদস্য দায়িত্ব পালন করবে। শৈলকুপা শহরকে যানজটমুক্ত করার পাশাপাশি অবৈধ যানবাহন চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |