আজ শনিবার | ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৬শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১২:৪০
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-ঝিনাইদহের শৈলকূপা উপজেলার গঙ্গা-কপোতক্ষ সেচ প্রকল্পের প্রধান খালের চাঁদপুর অংশে স্থানীয় পানিয় উন্নয়ন বোর্ড,সামাজিক বন বিভাগ ও চাঁদপুর ঋণদান সমবায় সমিতি দুই পাড়ে ১৫ বছর আগে প্রায় দেড় সহস্রাধিক ইপিলিপি গাছ রোপন করে। হঠাৎ করে নিয়মনীতি না মেনেই একটি চক্র খালের কাজীপাড়া-চাঁদপুর অংশের অধিকাংশ গাছ কেটে ফেলেছে। পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বরত কর্মকর্তারা ওই খালের ৫৫৫ টি গাছ বিক্রি করার জন্য চিহ্নিত করেন। এর মধ্যে ঝড়ে অল্পকিছু গাছ ভেঙে পড়ে। তখন ওই চক্রটি পানি উন্নয়ন বোর্ডের কর্মচারী ইউনুসের যোগসাজশে আবারও প াশের অধিক গাছ কেটে বিক্রি করে ফেলে। তথ্য নিয়ে জানা গেছে, ফুলহরি ইউনিয়ন পরিষদের সদস্য ও চাঁদপুর এলাকার বাসিন্দা ইনছার মন্ডল ও চাঁদপুর ঋণদান সমবায় সমিতির সভাপতি সিদ্দিকুর রহমানের নেতৃত্বে ওই সকল গাছ কেটে বিক্রি করা হয়েছে। এ বিষয়ে জানতে ইউপি সদস্য ইনছার মন্ডলের ব্যবহৃত মোবাইলে একাধিক বার কল করলেও তিনি রিসিভ করেননি। তবে অপর অভিযুক্ত সিদ্দিকুর রহমান দাবী করেন তিনি সকল নিয়ম কানুন মেনেই গাছ কেটেছেন। তার কাছে পানি উন্নয়ন বোর্ডের লিখিত অনুমতি আছে। ফুলহরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওলাদ হোসেন জানান, আমিও বেশকিছু দিন ধরে শুনছি একটা চক্র আমাদের এলাকার সরকারি খালের গাছ কেটে বিক্রি করে দিচ্ছে। এ বিষয়ে ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের উপ- সহকারী প্রকৌশলী হাবিব রহমান জানান, আমাদের কাছ থেকে ঝড়ে ভেঙে যাওয়া ২৫টি গাছ কেটে নেওয়ার জন্য আবেদন করেছিল স্থানীয় একটা সমবায় সমিতি। ঝিনাইদহ বন বিভাগের দায়িত্বরত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান,আমাদের কাছ থেকে কেউ গাছ কাটার অনুমতি নেইনি। বিষয়টি তদন্ত করে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।
Dhaka, Bangladesh শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 12:00 PM |
Asr | 3:00 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:41 PM |