আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:৩৬
বিডি দিনকাল ডেস্ক: দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার সিনিয়র ক্যামেরাপার্সন মো. মহসীনের সহধর্মিনী রোকসানা আক্তার রতনা আজ ১৪ সেপ্টেম্বর ২০২৩, বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০টায় ঢাকার আরামবাগের নিজ বাসায় ইন্তেকাল করেছেন।ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৪৫ বছর। তিনি স্বামী, দুই ছেলে, এক মেয়ে, আত্মীয় স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।
বিএনপির চেয়ারপারসন এর মিডিয়া উইংসের অন্যতম সদস্য সামসুদ্দিন দিদার মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন ।তিন জন শিশু সন্তান রেখে রোকসানা আক্তার রতনা’র এই অকাল প্রয়াণে তাঁর পরিবারের যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠার ও শোক সইবার তৌফিক দিন। মরহুমা রোকসানা আক্তার রতনা একজন ভালো গৃহিনী ছিলেন।
উল্লেখ্য, ২০১১ সাল থেকে মরহুমা রতনা কিডনী জটিলতায় ভূগছিলেন। দীর্ঘ প্রায় একযুগ ধরে চিকিৎসা শেষে আজ তিনি চিরবিদায় নিলেন এই ধরণীর বুক থেকে। মহান আল্লাহ মরহুমাকে বেহেস্তের সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত করুন। আমীন।
মরহুমার নামাজে জানাযা:মরহুমা রোকসানা আক্তার রতনা’র নামাজে জানাযা আজ ১৪ সেপ্টেম্বর ২০২৩, বৃহষ্পতিবার বাদ আসর রাজধানীর ফকিরাপুল বাজার জামে মসজিদে অনুষ্ঠিত হবে। শেষে আজিমপুর কবরস্তানে দাফন করা হবে।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |