আজ সোমবার | ২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ২:৫২
ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহের আদালত শুনানি শেষে তাদেরকে এই রিমান্ডের আদেশ দেন। এদিকে সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে কারাগারে পাঠানো হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ফজলু নামে এক যুবককে হত্যার অভিযোগে ভাষানটেক থানায় করা মামলায় শ্যামল দত্তকে রিমান্ড দেয়া হয়েছে। অন্যদিকে আন্দোলন চলাকালে গৃহকর্মী লিজা আক্তারকে গুলি করে হত্যার অভিযোগে রমনা মডেল থানায় দায়ের করা মামলায় মোজাম্মেল হক বাবু ও শাহরিয়ার কবিরকে রিমান্ড দেয়া হয়।
এদিন তাদের প্রত্যেকের ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। সকাল ৯টার দিকে তিনজনকে আদালতে এনে হাজতখানায় রাখা হয়। পরে ৯টা ৪০ মিনিটে এজলাসে তোলা হয় তাদের। এ সময় আইনজীবীরা তাদেরকে উদ্দেশ্য করে নানা ধরনের কটূক্তি করেন। আদালতের কার্যক্রম শুরু হলে প্রথমে মোজাম্মেল বাবু ও শাহরিয়ার কবিরের রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। আইনজীবী ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। পরে আদালত জানতে চান, তারা কিছু বলবেন কি না? ওই সময়ে শাহরিয়ার কবির বলেন, আমি অসুস্থ, হাঁটতে পারি না। হুইল চেয়ার ছাড়া আমি চলতে পারি না। আমি শতাধিক বই লিখেছি। কোথাও দেখতে পাবেন না যে, ইসলামের বিরুদ্ধে কিছু বলেছি। রিমান্ড দিবেন বা না দিবেন, আপনার ইচ্ছা। এরপর মোজাম্মেল বাবু কথা বলতে চাইলে আইনজীবীদের তোপের মুখে পড়েন। পরে হাতজোড় করে ক্ষমা প্রার্থনা করে তিনি বলেন, আমার জয় বাংলা, জয় হিন্দ বক্তব্য ম্যানিপুলেট করা হয়েছে। আমি ক্যান্সারে আক্রান্ত। এরপর শ্যামল দত্তের রিমান্ডের বিষয়ে শুনানি হয়। তিনি আদালতকে বলেন, আমি পেশাদার সাংবাদিক। ৩৭ বছর সাংবাদিকতা করেছি। ৩৩ বছর একই হাউজে আছি। আমি কোনোদিন সরকারের সুবিধা নেইনি। কোনো প্লট নেইনি, টিভি নেইনি। আমি জাতীয় প্রেস ক্লাবের নির্বাচিত সাধারণ সম্পাদক। সম্পাদক পরিষদের ভাইস প্রেসিডেন্ট। ঘটনার সময় আমি ঢাকাতে ছিলাম না। সরকারের নির্দেশনা আছে, যাচাই-বাছাই না করে যেন সাংবাদিকদের গ্রেপ্তার করা না হয়। তারপরও গ্রেপ্তার করা হয়েছে। শুনানি শেষে আদালত তাদের প্রত্যেককে সাতদিনের রিমান্ডের আদেশ দেন।
এর আগে সোমবার ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে দক্ষিণ মাইজপাড়া ও পোড়াকান্দুলিয়া সীমান্তের মাঝামাঝি এলাকায় একটি প্রাইভেটকারসহ আটক করে পুলিশের নিকট হস্তান্তর করেন স্থানীয়রা। এরপর রাত ১১টার দিকে তাদেরকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে আনা হয়। এদিকে সোমবার রাতে রাজধানীর বনানীর বাসা থেকে শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার করা হয়।
সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন কারাগারে: ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ী থানার রফিকুল হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজা এ আদেশ দিয়েছেন। এদিন সকালে শিক্ষার্থী ইমরান হাসানকে গুলি করে হত্যার অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ী থানার আরেক মামলায় নূরুল ইসলাম সুজনকে তিনদিনের রিমান্ড দেন আদালত। তবে এ মামলায় হাইকোর্টে জামিন আবেদন থাকায় পরে আদালত কর্তৃক রিমান্ড স্থগিত করা হয়। পাশাপাশি যাত্রাবাড়ী থানার রফিকুল হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো-পূর্বক তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। পরে আদালত ইমরান হত্যা মামলায় দেয়া রিমান্ডের আদেশ স্থগিত করে রফিকুল হত্যা মামলায় গ্রেপ্তারের আদেশ দেন। এ সময় আদালত এই মামলার রিমান্ড শুনানির জন্য ২২শে সেপ্টেম্বর দিন ধার্য করেন। এ বিষয়ে নূরুল ইসলাম সুজনের আইনজীবী মনিরুজ্জামান রানা বলেন, ইমরান হত্যা মামলায় হাইকোর্টে তার জামিন শুনানি শেষ হয়েছে। আগামীকাল জামিনের বিষয়ে আদেশের জন্য রাখা হয়েছে।
এর আগে গতকাল সকালে ইমরান হাসান নামের এক শিক্ষার্থীকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় আবেদনের প্রেক্ষিতে সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। ওই সময়ে রিমান্ড শুনানিকালে নূরুল ইসলাম সুজন আদালতকে বলেন, এ মামলায় নাম উল্লেখ ছাড়া আসামিদের কার কী ভূমিকা কিছু উল্লেখ করেনি। দেখবেন বাদী কাউকে চিনে না। বলতেও পারবে না আসামি কারা। আইনজীবীরাই আসামিদের নাম লিখে দিয়েছেন। হাসপাতালে ভর্তি ছিলাম। অনেকটা জোর করে রিলিজ দিয়ে নিয়ে আসছে। চিকিৎসার সুযোগ করে দেবেন। বিচার যা হওয়ার হবে।
Dhaka, Bangladesh রবিবার, ১০ নভেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 4:52 AM |
Sunrise | 6:10 AM |
Zuhr | 11:42 AM |
Asr | 2:52 PM |
Magrib | 5:15 PM |
Isha | 6:32 PM |