আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ৭:০০
বিডি দিনকাল ডেস্ক :- বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিভিন্ন গার্মেন্ট ও কলকারখানার শ্রমিকদের চলাচলে চুড়ান্ত ভোগান্তির শিকার করাচ্ছে সরকার। শ্রমিকদের যাওয়া, ফিরে আসা নিয়ে লেজে-গোবরে অবস্থা করে ফেলেছে। তাদের জীবনের যেনো কোনো মুল্য নেই!
মঙ্গলবার (০৩-০৮-২১) বিকেলে বিএনপি’র ভাইস চেয়ারম্যান মরহুম আব্দুল মান্নানের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভা তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে মান্নান-নিলুফার মেমোরিয়াল ফাউন্ডেশন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ‘দুর্ভাগ্যের কথা সারা বিশ্বেই এখন রাজনীতি আর সেভাবে ভালো নেই। সময়টা আসলে, নষ্ট সময়, খারাপ সময়। এখানে রাজনীতির ক্ষমতাই হয়ে গেছে চূড়ান্ত, অর্থ উপার্জন করাটাই হয়ে গেছে চূড়ান্ত। সত্যিকার অর্থে একটা সমাজ, রাষ্ট্র নির্মাণ করার যে গুরু দায়িত্ব রাজনীতিবিদদের প্রতি আছে, সেটা থেকে কিন্তু এখন তারা বিচ্যুত হয়ে আসছে।
শ্রমিকদের বাড়ি যাওয়া ও ঢাকায় ফেরা নিয়ে তিনি বলেন, ‘আমরা অত্যান্ত কঠিন সময় পার করছি। সমগ্র বিশ্ব করোনা মহামারিতে আক্রান্ত হয়ে গেছে। বাংলাদেশ ভয়ংকর ভাবে আক্রান্ত হয়েছে। দুর্ভাগ্য এই যে, আমাদের জন্য যারা অর্থ উপর্জন করে এনে দেয়, আমাদের গার্মেন্টের শ্রমিকেরা, কলকারখানার শ্রমিকেরা, তাদেরকে চুড়ান্ত ভাবে ভোগান্তির শিকার করাচ্ছে আজকের সরকার। শ্রমিকদের কাজে যাওয়া, ফিরে আসা, কি একটা লেজে গোবরে অবস্থা করে ফেলেছে। এবং তাদের জীবনের যেনো কোনো মুল্য নেই! এই কথাটা জাতীয় ভাবে অনেকটাই গুরুত্ব পেয়েছে।
মির্জা ফখরুল আরও বলেন, ‘বিভিন্ন পত্র-পত্রিকায় লিখেছে, যে এদের জীবনের কি কোনো মূল্য নেই? যখন ইচ্ছে বললাম বাড়ি চলে যাও, আর সে সংক্রমিত হয়ে চলে গেলো। আবার বললাম ফিরে এসো! ময়মনসিংহ, মানিকগঞ্জ থেকে, মুন্সিগঞ্জ থেকে পায়ে হেটে শ্রমিকারা কর্মস্থলে আসছে! দিস ইজ ঠু মাচ। এখনই সময় এগুলোর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। এই যে ভয়াবহ দানবীয় সরকার, বিনা নির্বাচনে নির্বাচিত হয়ে এসে আমাদের বুকের উপরে চেপে বসে আছে। তাদেরকে সরিয়ে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক ও জনগণের সরকার, যাদের জবাবদিহিতা থাকবে জনগণের প্রতি সে ধরণের সরকার প্রতিষ্ঠার জন্য আমাদের সকলকেই কাজ করতে হবে। সামনের দিকে এগিয়ে যেতে হবে।
আয়োজক সংগঠনের সভাপতি ও আব্দুল মান্নানের মেয়ে ব্যারিস্টার মেহনাজ মান্নানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, ‘বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |