আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৪:১৮
নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : শ্রমিক ও শিল্পস্বার্থে অবিলম্ভে মুজুরি বোর্ড গঠন করে মুজুরি বৃদ্ধি,মহার্ঘ্যভাতা, রেশনিং চালুর দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি।
শুবাক্রবার বিকেল ৪ টার দিকে আশুলিয়া প্রেসক্লাবের সামনে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি নামক সংগঠনের ব্যানারে এ মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধন কর্মসূচীতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি এর সম্বয়ক তাসলিমা আখতার। তিনি তার বক্তব্যে বলে, মেহনতি শ্রমিকরা এখন কষ্টে অনাহারে দিনযাপন করছে। শ্রমিকরা দিনভর কাজ করার পর রাতে ঘুমাতে পারেনা বিদ্যুৎ সংকটের কারনে। দ্রব্যমুল্যে উর্দ্ধগতির কারনে মাছ, মাংস, ডিমসহ পুষ্টিকর খাবার ক্রয় করতে পারছেনা। শ্রমিক ও শিল্পস্বার্থে অবিলম্ভে মুজুরি বোর্ড গঠন করে মুজুরি বৃদ্ধি,মহার্ঘ্যভাতা, রেশনিং চালুর দাবী সহ নানা দাবী জানান। তিনি আরোও বলেন, বর্তমানে দেশে জ্বালানী তেলের মুল্য কমানো ও বিদ্যুৎ সংকট দুরিকরনসহ শ্রমিক ও শিল্পস্বার্থে অবিলম্ভে মুজুরি বোর্ড গঠন করে ২৫ হাজার টাকা মুজুরি করতে হবে। কারন দেশে জ্বালানী তেলের মুল্য বৃদ্ধি ও বিদ্যুৎ সংকটের জন্য মানুষের দৈনন্দিন প্রয়োজনীয় দ্রব্য বৃদ্ধি পেয়েছে। শ্রমিকরা এখন যে বেতন পাচ্ছে তা দিয়ে দু-বেলা খাবার খেয়ে বেঁেচ থাকা দায় হয়ে পড়েছে। এসময় বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির আশুলিয়া শাখার শ্রমিক নেতারাও উপস্থিত বক্তব্য দেন। মানববন্ধন কর্মসূচীতে এসময় অর্ধশতাধিক জন নারী-পুরুষ শ্রমিক অংশগ্রহণ করেন।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |