আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:৩৬
মুন্সীগঞ্জের শ্রীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় উপজেলার এম রহমান মার্কেটের সামন থেকে বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুর নেতৃত্বে র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা ডাকবাংলোর সামনে এসে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মীর সরফত আলী সপু বলেছেন , দেশ, জনগণ, স্বাধীকারসহ স্বাধীনতার চেতনা বিরোধী সুগভির ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে ৭ নভেম্বর সিপাহী-জনতার স্বত:স্ফুর্ত বিপ্লব সংঘটিত হয়েছিল, এই বিপ্লবে বন্দীদশা থেকে মুক্ত হন জিয়াউর রহমান। জিয়াউর রহমানকে সমর্থন করে সামরিক বাহিনী ও সাধারণ মানুষ পথে নেমে এসেছিল। জাতি পেয়েছিল এক যোগ্য নেতৃত্ব জিয়াউর রহমানকে, যিনি ‘৭১ এ জাতির চরম ক্রান্তিলগ্নে মহান স্বাধীনতার ঘোষনা দিয়ে কিংকর্তব্যবিমূঢ় জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার দিক-নির্দেশনা দিয়েছিলেন।
র্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মীর সরফত আলী সপু। এসময় আরো বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আওলাদ হোসেন উজ্জল, সহ-সভাপতি ডাঃ জাহিদ, উপজেলা বিএনপির সাবেক সাঃ সম্পাদক আবুল কালাম কানন, বিএনপি নেতা ও শ্রীনগর চেয়ারম্যান তাজুল ইসলাম, মুন্সিগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরাম সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ, মুন্সিগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ নবী, জেলা যুবদলের সাবেক সহ প্রচার সম্পাদক পিন্টু, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাসেল, জেলা জাসাস সিনিয়র যুগ্ন আহবায়ক জাবেদ আকরাম, সিরাজদিখান উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বাদশা, সিরাজদিখান উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক মাসুদ রানা ফাহিম, কবি নজরুল সরকারি কলেজ ক্রিড়া সম্পাদক আবির টুটল, থানা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক সাকিল, বালুরচর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কায়েছ,কেয়াইন ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইদরান, লতব্দী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সিহাব, কেয়াইন ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ফয়সাল আলী, সহ-সাধারন সম্পাদক তানভীর সিনহা, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কেয়াইন ইউনিয়ন সাধারণ সম্পাদক আকাশ প্রমুখ।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |