আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:০৫
ডেস্ক : শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে ক্রিকেটারদের চারবার করোনা টেস্ট হবে। যার প্রথমটি হয়েছে সোমবার। গতকাল ঢাকায় থাকা ১৭ ক্রিকেটার ও ৭ সাপোর্ট স্টাফকে কোভিড-১৯ পরীক্ষা দিতে হয়েছে। এদের মধ্যে এক ক্রিকেটার ও এক সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হয়েছেন। আজ (মঙ্গলবার) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ দ্বিতীয় দিনের মতো বিসিবির করোনা পরীক্ষা চলছে। এদিন বিকেলে দুজনের করোনা আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে বিসিবি। তারা দুজনের নামও জানিয়েছে, একজন ক্রিকেটার সাইফ হাসান ও অন্যজন দলের ইংলিশ ট্রেনার নিক লি।
পরীক্ষায় নেগেটিভ হওয়া ক্রিকেটাররা বুধবার থেকে শুরু হওয়া অনুশীলন ক্যাম্পে যোগ দিতে পারবেন। যে দুজন পজিটিভ হয়েছেন, তারা চিকিৎসা নেবেন বিসিবির মেডিক্যাল বিভাগের অধীনে। বিসিবি জানিয়েছে, করোনা প্রটোকল মেনে তাদের আইসোলেশনে রাখা হবে পরবর্তী পরীক্ষা পর্যন্ত।
শ্রীলঙ্কা সফরের জন্য ১০ থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে ২০-২২ সদস্যের দল ঘোষণা করা হবে। ডাক পাওয়া ক্রিকেটাররা চারবার করোনা পরীক্ষা দিয়ে প্রত্যেকবার নেগেটিভ হলেই ২০ সেপ্টেম্বর উঠতে পারবেন হোটেলে। হোটেলে থেকেই কয়েকদিন দলীয় অনুশীলনে অংশ নিয়ে ২৭ সেপ্টেম্বর উড়াল দেবেন শ্রীলঙ্কায়। জাতীয় দলের সঙ্গী হবে হাই পারফরম্যান্স দলও (এইচপি)।
শ্রীলঙ্কায় তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ দল। করোনার কারণে দেশে লম্বা সময় অনুশীলন করা যাচ্ছে না। সিরিজের পুরো প্রস্তুতি তাই নিতে হবে দ্বীপ দেশটিতে গিয়ে। বাংলাদেশ একমাস প্রস্তুতি নেবে ডাম্বুলাতে। টেস্টের আগে সেখানে বাংলাদেশের হাই পারফরম্যান্স ইউনিটের সঙ্গে কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবেন মুমিনুলরা।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |