আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:৫০
নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ঃ দেশের বিভিন্ন জেলায় মহাসড়কে দুর্র্ধষ ডাকাতির ঘটনায় জড়িত সংঘবদ্ধ চক্রটির ১৪ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। এসময় ডাকাতি কাজে ব্যবহৃত দুটি পিকআপ ভ্যানসহ ডাকাত দলের কাছ থেকে বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
রোববার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র্যাব।
আজ ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর এলাকা থেকে ডাকাত দলের ১৪ সদস্যকে আটক করা হয় বলে র্যাব জানিয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংঘবদ্ধ ডাকাত চক্র ঢাকা-আরিচা মহাসড়কসহ দেশের বিভিন্ন জেলায় মহাসড়কে ডাকাতির মাধ্যমে নানা অপরাধ কার্যক্রম পরিচালিত করে আসছে। এরই ভিত্তিতে ডাকাতদের ধরতে ছায়া তদন্ত শুরু করে আসছিলো র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর এলাকায় ডাকাতদলের একটি চক্রের অবস্থান জানতে পারেন তারা। পরে অভিযান পরিচালনা করে ডাকাতি কাজে ব্যবহৃত দুটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। এসময় পিকআপের ভিতরে থাকা রামদা, হাসুয়া, কুড়াল, চাপাতি, হাতুড়ি উদ্ধার করা হয়। আটক করা হয় ডাকাতদলের ১৪ সদস্যকে।
গ্রেপ্তার ডাকাতদলের সদস্যরা হলেন, ঢাকা জেলার আলমগীর (২৩), মো. রাজু (২৬), আব্দুল মালেক শিকদার (৬৮), নারায়নগঞ্জ জেলার কবির হোসেন (৩৫), মো. রিপন (২৪), রবিউল আউয়াল (৩৪), মোঃ জুয়েল (২১), সুমন (৩৪), ঝ। জুবায়ের (২৫), জাকির (৩৫), সোহেল (৪৩), বিল্লাল হোসেন (৩৮), মানিকগঞ্জ জেলার আইয়ুব শেখ (৪৫), বরিশাল জেলার মো. রাজন (২৪),
র্যাব-৪ (সিপিসি-২) এর অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা দেশের বিভিন্ন জেলার মহাসড়ক গুলোতে সংঘবদ্ধ ডাকাতির কথা স্বীকার করেছে। তারা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ জেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়ক এলাকায় ডাকাতির সাথে সরাসরি জড়িত। এদের মধ্যে আলমগীরের বিরুদ্ধে সাতটি, রিপনের বিরুদ্ধে তিনটি, কবিরের বিরুদ্ধে চারটি, ও রবিউলের বিরুদ্ধে তিনটি ডাকাতি মামলা রয়েছে। গ্রেপ্তার বাকীদের নামেও ডাকাতি,মাদক, চুরির মামলায় রয়েছে।
তিনি আরও বলেন, আইনগত কার্যক্রম শেষে আজ তাদের আশুলিয়া থানায় সোপর্দ করা হয়েছে। সংঘবদ্ধ ডাকাতদলের বিরুদ্ধে র্যাবের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |