আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:১৬
বিডি দিনকাল ডেস্ক :- সংসদের বৈঠকে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে নিজ এলাকায় বাঁধ নির্মাণের দাবি তুলেছেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা। জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেয়ার সময় তার গলায় ঝোলানো ‘আর কোনও দাবি নাই, ত্রাণ চাই না- বাঁধ চাই’ লেখা প্ল্যাকার্ড দেখা গেছে।
উপকূলে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের জন্য এলাকাবাসীর দাবির প্রতি সমর্থন জানিয়ে পটুয়াখালী থেকে নির্বাচিত এই এমপি জানান, সাম্প্রতিক ঘূর্ণিঝড়ের পর তিনি ত্রাণ নিয়ে নিজ নির্বাচনি এলাকায় গিয়েছিলেন। সেখানে জনগণের রোষানলে পড়তে হয়েছে। উপকূলের অনেক সংসদ সদস্যকেই এই পরিস্থিতিতে পড়তে হয়। এলাকাবাসী ত্রাণ চান না, তারা স্থায়ী বেড়িবাঁধ চান। এই বক্তব্য দেয়ার সময় তিনি ওই প্ল্যাকার্ডটি নিজের গলায় ঝুলিয়ে দেখান। তিনি বলেন,এলাকাবাসী এ রকম একটি প্ল্যাকার্ড ঝুলিয়েছিল। ঘটনাটি প্রসঙ্গে এস এম শাহাজাদা পরে মানবজমিনকে বলেন, সংসদে আমার ওই উপস্থাপনা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
আসলে এ নিয়ে কে কি প্রতিক্রিয়া দেখালো তার থেকে আমার কাছে বেশি গুরুত্বপুর্ন হলো কাজটি হওয়া দরকার। তিনি বলেন, আপনারা জানেন সম্প্রতি খুলনার একটি জায়গায় একজন সংসদ সদস্য এলাকাবাসির কাছে ধাওয়া খেয়েছিলেন। আসলে উপকূলবাসীর কাছে টেকসই বাঁধ নির্মান সবচেয়ে বেশি গুরুত্বপুর্ন। তিনি বলেন, ২০১৯ সালে বাঁধ নির্মাণের জন্য ডিও লেটার দিয়েছিলাম। ওইসময় মন্ত্রীকে আমার এলাকা ভিজিটও করিয়েছিলাম। তারপরও এতদিনে কোন কাজ হয়নি। তাই সংসদে ব্যতিক্রমীভাবে আমাকে উপস্থাপনা করতে হয়েছে। এতে এলাকাবাসী দারুণ খুশি হয়েছে। তারা আমাকে বলেছেন যে, এটাই তাদের মনের কথা, প্রাণের দাবি। তিনি বলেন, আমি এখন বাঁধ নির্মাণের জন্য গভীরভাবে আশাবাদি।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |