আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৪:১৮
সখিপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:টাঙ্গাইলের সখিপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের কালিয়ান গ্রামে আলোচিত কলেজ ছাত্র মাজহারুল হত্যাকান্ডে বাপ-বেটাসহ ৫আসামী গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের ১০দিনের রিমান্ড প্রার্থনা করে বৃহস্পতিবার বেলা ১২টার সময় টাঙ্গাইল আদালতে প্রেরন করেছে থানা পুলিশ। সখিপুর থানা অফিসার ইনচার্জ এর চেম্বারে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংয়ে ওসি রেজাউল েইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস ব্রিফিংয়ে তিনি আরো জানান, গত ০৯ সেপ্টেম্বর/২২ তারিখ সখিপুর থানাধীন বহেড়াতৈল ইউনিয়নের কালিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের মাঠে একই গ্রামের বিবাহিত দল বনাম অবিবাহিত দল এর মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় মামলার বিবাদীরা মেয়েদেরকে উত্যক্ত করলে বাদী পক্ষ বিবাদীপক্ষগণকে উত্যক্ত করতে নিষেধ করলে দুই পক্ষের মধ্যে মারামারি হওয়ায় সখিপুর থানার মামলা নং ০৪ তারিখ ১২/০৯/২২ ধারা ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৫০৬(২) পেনাল কোড ১৮৬০ রুজু হয়। উক্ত মামলা তদন্তাধীন থাকা অবস্থায় মারামারিতে আহত হওয়া ভিকটিম মাজহারুল ইসলাম(২১) নিউরো সায়েন্স হাসপাতাল,ঢাকায় ১৩/০৯/২২ইং রাত ১টা১৫মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে মামলার ধারার সাথে ৩০২ পেনাল কোড যুক্ত করা হয়।ঘটনাটি লোমহর্ষক এবং চাঞ্চল্যকর হওয়ায় টাঙ্গাইল জেলার সখিপুর থানার একটি চৌকষ টিম দ্রুত মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার করার জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে ঘটনার সাথে জড়িত ব্যক্তির অবস্থান সনাক্তপূর্বক উক্ত মামলার এজাহার নামীয় আসামী নং৫। মো.শহিদ মিয়া(৫৫) পিতা মৃত আ.কুদ্দুস সাং কালিয়ান(দোহানিপাড়া) থানা সখিপুর জেলা টাঙ্গাইলকে ২০/০৯/২০২২ইং রাত অনুমান ২টার সময় মুন্সিগঞ্জ জেলার টংগীবাড়ী থানা এলাকা হতে গ্রেফতার করা হয়। উক্ত আসামীকে নিয়ে অভিযান পরিচালনা করে তার দেয়া তথ্যমতে মামলার এজাহার নামীয় আসামী ০১। মো.ইয়ারুল ইসলাম(১৯) পিতা মো.ফরিদ মিয়া,২। মো.ছাব্বির আহম্মেদ(১৯) পিতা মো.রশিদ মিয়া ০৪। মো.শান্ত মিয়া(২০) পিতা মো.শহিদ মিয়া ০৫। মো.সুজন মিয়া(২২) পিতা মো.আনোয়ার হোসেন সর্বসাং কালিয়ান(দোহানিপাড়া) থানা সখিপুর জেলা টাঙ্গাইলদেরকে ঢাকা জেলার নবাগঞ্জ থানাধীন ছাতিয়া নামক এলাকা হতে ২১/০৯/২২ইং বেলা অনুমান ১২টার দিকে গ্রেফতার করে ২১/০৯/ইং রাত অনুমান সাড়ে আটটার সময় অত্র থানায় হাজির হয়। উপরোক্ত আসামীদের ব্যাপক জিজ্ঞাসাবাদের নিমিত্ত ১০দিনের পুলিশ রিমান্ড চেয়েেআবেদন বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। মামলার অন্যান্য আসামীদেরকে গ্রেফতার করার জন্য পুলিশি অভিযান অব্যাহত আছে। মামলার বাদী নিহত মাজহারুলের পিতা আ.মালেক মিয়া বলেন,আমি আমার ছেলে হত্যার বিচার চাই,বাকী আসামীদেরকেও দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ বিচারের আওতায় আনলে আমার ছেলের আত্না শান্তি পাবে।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |