আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ৭:৫২
মোঃ শরিফুল ইসলাম :- টাঙ্গাইলের সখিপুর উপজেলার সামাজিক বনায়নের ১১ হাজার ২৪৬টি অপরিপক্ব গাছ কাটা হচ্ছে। গাজীপুর জেলার শ্রীপুরের ধনুয়া থেকে টাঙ্গাইলের এলেঙ্গা বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপার পর্যন্ত গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করার লক্ষ্যে এসব গাছ কাটা হবে।
গত ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। আজ শুক্রবার দুপুরে টাঙ্গাইল বন বিভাগের হতেয়া রেঞ্জ কর্মকর্তা মো. আলাল উদ্দিন এ তথ্য জানান।
উপজেলা বন বিভাগ সূত্রে জানা যায়, ‘ধনুয়া-এলেঙ্গা এবং বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপার-নকলা গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্প’ বাস্তবায়নের জন্য কাজ চলছে। গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) প্রকল্পটি বাস্তবায়ন করছে। ইতিমধ্যে বন বিভাগের হতেয়া রেঞ্জের কালিদাস ও কালমেঘা বিট এবং বহেড়াতৈল রেঞ্জের ডিবি গজারিয়া বিটের আওতাধীন ৫৩ দশমিক ১৫ একর জমিতে রোপণ করা সামাজিক বনায়নের ১১ হাজার ২৪৬টি আকাশমণি প্রজাতির গাছ কাটার জন্য চিহ্নিত করা হয়েছে। উপজেলার কালিদাস বিটের আওতায় কালিদাস গ্রামের বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম ও কালিয়ানপাড়া গ্রামের আলম মিয়ার সামাজিক বনায়নের প্রায় দুই হাজার গাছ কাটা পড়বে।
বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম ও আলম মিয়া জানান, পাঁচ-ছয় বছর আগে গাছগুলো লাগানো হয়েছে। পাঁচ বছর পর গাছগুলো পরিপক্ব হবে। এসব গাছ এখন কেটে লাকড়ি বানানো ছাড়া কোনো উপকার আসবে না।
টাঙ্গাইল বন বিভাগের হতেয়া রেঞ্জ কর্মকর্তা মো. আলাল উদ্দিন বলেন, বেশির ভাগ গাছই অপরিপক্ব। স্বাভাবিকভাবে এসব গাছ কাটার সময় এখনো আসেনি। তবে গাছ কাটার সিদ্ধান্ত মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে বলে গণমাধ্যমের কল্যাণে জানতে পেরেছেন। বনের জমি অধিগ্রহণ ও গাছ কাটার বিষয়ে কয়েক বছর আগে বন বিভাগ ও জিটিসিএলের যৌথ একটি দল জরিপকাজ সম্পন্ন করেছে। তবে কবে নাগাদ গাছ কাটা শুরু হবে, তা এখনো জানা যায়নি।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |