আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ১:০১
মোহাম্মদ শরীফুল ইসলাম :-সখিপুরে ট্রাইবাল ওয়েলফেয়ার নির্বাচন প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন করেন সংগঠনের একাংশ নেতৃবৃন্দ ও সমর্থক (মানিক শচীন্দ্র নির্মল পরিষদ)। ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (টি ডব্লিউ এ) পূর্ব ঘোষিত তফসিল অনুযায়ী শুক্রবার (১১ নভেম্বর) নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ৩০৩ জন ভোটার থাকার কথা থাকলেও অতিরিক্ত ৩৩২ ভোটার সহ মোট ৩৩৫ ভোটার তালিকা করে নির্বাচনের ঘোষণা দেন। অতিরিক্ত ওই ৩৩২ ভোটার অবৈধ বলে নির্বাচন প্রত্যাখ্যান করে আদিবাসী এই সংগঠনের একাংশ মানিক শচীন্দ্র নির্মল পরিষদের ব্যানারে একই দিন বিকাল তিনটায় সখিপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন।সংবাদ সম্মেলনে সকলের পক্ষে সংগঠনের চেয়ারম্যান পদপ্রার্থী মানিক চন্দ্র বর্মন স্বাক্ষরিত লিখিত বক্তব্য পাঠ করেন একই সংগঠনের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নির্মল চন্দ্র কোচ।লিখিত বক্তব্যে কেন্দ্রীয় কমিটির গঠনতন্ত্র সার্কুলার ও রেজুলেশন বহির্ভূত ৩৩২ জনের ভোটার তালিকা বাদ দেওয়া, নির্বাচন পরিচালনা কমিটি মানিক সচীন্দ্র নির্মল পরিষদের সাথে আলোচনা সাপেক্ষে, প্রিসাইডিং ও পোলিং অফিসার নিয়োগ দেওয়া, নির্বাচনী কেন্দ্র পরিবর্তন করা সহ সমান লেভেল প্লেয়িং তৈরির সুবিধা দেওয়ার দাবি জানান তারাসংবাদ সম্মেলনের এসময়, চেয়ারম্যান পদপ্রার্থী মানিক বর্মন, সাধারণ সম্পাদক পদপ্রার্থী নির্মল চন্দ্র কোচ, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ধীরেনচন্দ্র কোচ, ক্যাশিয়ার পদপ্রার্থী খুশী মহন বর্মন, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রবীন্দ্র নাথ বর্মন, যুগ্ম সম্পাদক পদপ্রার্থী বীরেন বর্মন, সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী কার্তিক বর্মন কোচ, প্রচার সম্পাদক পদপ্রার্থী প্রকাশ বর্মন, সদস্য পদপ্রার্থী প্রদীপ বর্মন ও আনন্দ কোচসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সমর্থক, প্রেসক্লাবের সভাপতি-সম্পাদকসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে
টাঙ্গাইল সখিপুরের আদিবাসী সংগঠন ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (TWA) এর কার্যকরি পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে আশীষ কুমার বর্মণ চেয়ারম্যার এবং বিশ্বজিৎ কুমার কোচ জেনারেল সেক্রেটারী নির্বাচিত হয়েছেন। (১১ নভেম্বর শুক্রবার) সখিপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের সুরীরচালা আব্দুল হামিদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত এ ভোট গ্রহণ চলে। সারা সখিপুরে আসিবাসীদের নিয়ে সংগঠন ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (TWA)এর ভোটার সংখ্যা ৬৩৫জন। মোট ভোট কাস্টিং হয়েছে ৪০৯টি। বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান, সেক্রেটারী ও সকল সদস্য নির্বাচিত হন। ভোটের চিত্র প্রত্যক্ষ করার জন্য বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। এর মধ্যে সখিপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লুৎফা আনোয়ার, কাকড়াজান ইউনিয়ন চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন, ৯নং ওয়ার্ড সদস্য মোঃ বাবুল হোসেন ৫নং ওয়ার্ড সদস্য রুহুল আমীন, আশিক জাহাঙ্গীর, মোঃ দেলেয়ার হোসেন মাস্টারসহ বিভিন্ন পেশার জনসাধারণ ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |