- প্রচ্ছদ
-
- অপরাধ
- সখিপুরে দুই মাদকসেবীকে গ্রেফতার করেছে পুলিশ
সখিপুরে দুই মাদকসেবীকে গ্রেফতার করেছে পুলিশ
প্রকাশ: ১৮ জানুয়ারি, ২০২১ ৯:০০ পূর্বাহ্ণ
সখিপুর(টাঙ্গাইল)উপজেলা সংবাদদাতা:- টাঙ্গাইলের সখিপুর থানা পুলিশ দুই মাদকসেবীকে গ্রেফতার করেছে। সখিপুর থানা পুলিশ জানায়,অদ্য সোমবার ১৭/০১/২০২১ তারিখে এস আই / মোঃ ওমর ফারুক সঙ্গীয় ফোর্সসহ টাংগাইল জেলার সখিপুর থানাধীন ইছাদিঘী ডাবাইল পাড়া হইতে আসামী ১/ মনির (৩৪), পিতা নাজিম উদ্দিন ওরফে কাজিম উদ্দিন, সাং আড়াইপাড়া (বাজার), থানা- সখিপুর, জেলা- টাঙ্গাইল ২। মোসলেম উদ্দিন (৩২), পিতা মৃত মাইন উদ্দিন, সাং- ঢাকাতিয়া দক্ষিনপাড়া, থানা ভালুকা জেলা ময়নসিংহদ্বয়কে মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। আসামীদের বিরুদ্ধে সখিপুর থানার মামলা নং ০৮ তাং ১৭/০১/২০২১ ইং ধারাঃ ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর টেবিল ১০(ক) রুজু করে টাঙ্গাইল বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Please follow and like us:
20 20