আজ বুধবার | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৮ই রজব, ১৪৪৬ হিজরি | দুপুর ১:০৯
মোহাম্মদ শরীফুল ইসলাম:- টাঙ্গাইল ৮ (বাসাইল- সখিপুর) আসন এ বাসাাইলে কৃষক শ্রমিক জনতা লীগের মনোনীত গামছা প্রতীকের সংসদ সদস্য পদ প্রার্থী বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম ও সখিপুরে নৌকা মনোনীত প্রার্থী সাবেক এমপি অনুপম শাহজাহান জয় এর আখেরি মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। মিছিলে বাসাইল উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড এবং পৌর শহরের হাজার হাজার গামছার নেতা,কর্মী সমর্থকে সরগরম হয়ে ওঠে পুরো শহর এলাকা। তারা গামছা গামছা স্লোগানে মুখরিত করে তুলে বাসাইল শহরের চার দিক।
মিছিল শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম উপস্থিত হাজার জনতাকে অভিনন্দন জ্ঞাপন করেন। তিনি সকলকে আগামী ৭ই জানুয়ারী ভোট কেন্দ্রে গিয়ে গামছা মার্কায় ভোট দিতে বিশেষ অনুরোধ করেন।
বাসাইল- সখিপুর বাসীর উন্নয়ন ও নিরাপত্তার স্বার্থে সকলকে গামছা প্রতীকে ভোট দিতে এবং অন্যকে ভোটদানে উৎসাহিত করে গামছাকে বিজয়ী করার বিশেষ আহবান করেন।
উপস্থিত আমজনতার উদ্দেশ্য বলেন ইনশাআল্লাহ গামছা বিজয় হবে এবং আমারা ৭ই জানুয়ারীর পর আপনাদের নিয়ে বিজয় মিছিল করবো।
তিনি আরো বলেন এবারে নির্বাচন আপনাদের ভোটাধিকার আদায়ের নির্বাচন। এবারে নির্বাচন আপনাদের অধিকার আদায়ের নির্বাচন। তাই আপনারা কেউ ভয় পাবেননা।আপনারা কেন্দ্রে যাবেন ভোট দিবেন।ভোট রক্ষা করার দায়িত্ব আমার।
পথসভায় বাসাইল উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি পৌর মেয়র রাহাত হাসান টিটুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন ; নাসরিন কাদের সিদ্দিকী, কুঁড়ি সিদ্দিকী, আজাদ সিদ্দিকী, শামীম আল মনসুর,সখিপুর পৌর সভার সাবেক মেয়র ও কৃষক শ্রমিক জনতা লীগের সখিপুর উপজেলা সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীব সহ প্রমুখ নেতৃবৃন্দ। এদিকে নৌকার প্রার্থী অনুপম শাজাহান জয় আখেরি জনসভায় হুমকি, উন্নয়ন ক্রন্দন করে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন। সখিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শওকত শিকদারের সভাপতিত্বে উক্ত আখেরী জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি কুতুব উদ্দিন,বাসাইল উপজেলা চেয়ারম্যান কাজী অলিদ,আতিকুর রহমান বুলবুল,জাহাঙ্গীর তারেক,সুলতান শরিফ পান্না প্রমুখ ।
Dhaka, Bangladesh বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:05 PM |
Asr | 3:07 PM |
Magrib | 5:28 PM |
Isha | 6:48 PM |