- প্রচ্ছদ
-
- ঢাকা
- সখিপুরে পিকআপের ধাক্কায় সেনা কর্মকর্তার পিতার মৃত্যু
সখিপুরে পিকআপের ধাক্কায় সেনা কর্মকর্তার পিতার মৃত্যু
প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২০ ১০:০০ পূর্বাহ্ণ
সখিপুর(টাঙ্গাইল)প্রতিনিধি-টাঙ্গাইলের সখিপুরে কোকোলা কোম্পানির একটি পিক আপের ধাক্কায় সেনা কর্মকর্তার পিতার মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার নলুয়া বাজারে এ ঘটনা ঘটে। বাজারের ব্যবসায়ীরা পিকআপের চালক রনি মোল্লাহকে আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ পিকআপ ও চালককে আটক করে সখিপুর থানায় নিয়ে আসে। এ ঘটনায় মামলা হয়েছে।
নিহত ওই ব্যক্তির নাম রফিকুল ইসলাম (৫০)। তিনি বাসাইল উপজেলার কাঞ্চনপুর গ্রামের মৃত আবদুর রাজ্জাকের ছেলে। রফিকুল ইসলাম নলুয়া বাজারে ওষুধের দোকান করেন। নিহত রফিকুলের এক ছেলে সেনা অফিসার (ক্যাপ্টেন)।
সখিপুর থানার উপপরিদর্শক (এসআই) ওবায়দুল্লাহ বলেন, সোমবার সকালে নলুয়া বাসা থেকে হেঁটে দোকানে আসার পথে কোকোলা কোম্পানির একটি পিকআপ রফিকুল ইসলামকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। মুমূর্ষ অবস্থায় স্থানীয়রা তাঁকে ঢাকা সিএমএইচে ভর্তি করেন। সেখানে দুপুরে তিনি মারা যান। এ ঘটনায় গাড়ির চালককে আসামি করে সখিপুর থানায় মামলা হয়েছে। পুলিশ চালক ও ওই পিকআপটি জব্দ করে থানায় নিয়ে আসেন।
সখিপুর থানার ওসি আমির হোসেন বলেন, নিহত রফিকুল ইসলামের পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করার আবেদন করা হয়েছে।
Please follow and like us:
20 20