আজ বৃহস্পতিবার | ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | রাত ১১:১৯
মোহাম্মদ শরীফুল ইসলাম, সখিপুর (টাঙ্গাইল)প্রতিনিধি : টাঙ্গাইলের সখিপুর পৌরসভার ড্রেন খেয়ে ফেললো ইট সলিংয়ের লাখ লাখ ইট। সখিপুর পৌরসভার ৭নং ওয়ার্ড তালতলা থেকে উপজেলা-জেলখানা মোড় হয়ে পৌর ৮নং ওয়ার্ড ক্যাপ্টেন মোড় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়ক ঢালাই করা হয়। ঢালাই সড়কের উভয় পাশে তিনফিট করে ইট সলিং করা ছিল। পরবর্তীতে সখিপুর পৌরসভা কর্তৃক সড়কটির দক্ষিন পাশ দিয়ে ড্রেন নির্মানের সময় ইট সলিং উত্তোলন করা হয়। ঢালাই সড়কটির উত্তর পাশের দেড় কিলোমিটার তিন ফুট ইট সলিং আছে। কিন্তু ড্রেনটি সম্পন্ন হওয়ার পর দক্ষিন পাশের তিনফিট ইট সলিং পূনরায় করার কথা থাকলেও আর করা হয়নি। ফলে পৌর ড্রেন খেয়ে ফেললো ইট সলিংয়ের প্রায় ৪০লাখ টাকার ইট। দেখার কেউ নেই,এ দায় কার? ড্রেন নির্মানের ঠিকাদার মোহনা নির্মান সংস্থার স্বত্তাধিকারী হারুন অর রশীদ বলেন,ড্রেন নির্মানের সময় সড়কের দক্ষিন পাশের ইট সলিংয়ের ইট হাওয়া হয়ে গেছে। সখিপুর উপজেলা প্রকৌশলী অফিসের উপ-সহকারি প্রকৌশলী ফরিদ আহমেদ বলেন,সড়কটি ঢালাইয়ের পর উভয় পাশে তিন ফুট করে ইট সলিং করা হয়েছিল। পরবর্তীতে পৌরসভা এলজিইডি সড়কের উপর থেকে ইট সলিং তুলে ড্রেন নির্মান করেছে। ড্রেন নির্মান শেষ হওয়ার পরও ইট সলিংয়ের ৪০লাখ টাকার ইট আর স্থাপন করা হয়নি। সখিপুর পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ.পৌর নির্বাহী প্রকৌশলী মো.মাহবুবুর রহমান একই সুরে বলেন,উপজেলা রোডের ঢালাই সড়কের দক্ষিন পাশে তিনফিট ইট সলিং ছিল না। এছাড়া ঠিকাদারী প্রতিষ্ঠান সিকদার এন্টার প্রাইজ প্রোঃ জাহাঙ্গীর তারেক তিনটি প্রকল্পের যথাক্রমে ৯৪লাখ,১কোটি ৫২লাখ,দুই কোটি টাকার কাজের রিক্যুজিশন করে ৪০লাখ টাকা ভাগভাটোয়ারা করা হয়েছে এবং ৮৭ লাখ টাকার একটি প্রকল্প রিক্যুজিশন করে লভ্যাংশের ১৫লাখ টাকা তৎকালীন এমপিকে দেওয়া হয়েছে এবং প্রেসক্লাব সভাপতি শাকিল আনোয়ারকে ৬৫হাজার টাকা দেওয়া হয়েছে বলে ঠিকাদার সমিতির সভাপতি সাইফুল ইসলাম জানান।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 4:54 AM |
Sunrise | 6:12 AM |
Zuhr | 11:43 AM |
Asr | 2:51 PM |
Magrib | 5:13 PM |
Isha | 6:31 PM |