আজ শুক্রবার | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ১০:০২
সখিপুর(টাঙ্গইল)প্রতিনিধিঃটাঙ্গাইলের সখিপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত হয়েছে। এরই মধ্যে তাইজুল ইসলাম (২৪) নামের এক যুবকের পেটের ভুঁড়ি বের হওয়ায় আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার(১৭মে) উপজেলার কাকড়াজান ইউনিয়নের গড়বাড়ী বখতিয়ার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তাইজুল ওই গ্রামের মৃত খাদেমুল ইসলামের ছেলে। এ ঘটনায় গুরুতর আহত অন্য দুজন হলেনঃ তাইজুলের ভাবি (মজনু মিয়ার স্ত্রী) নাছিমা (৩৬) এবং নজরুল মিয়ার স্ত্রী মরজিনা (৩৫)। ঘটনার ২ দিন পেরিয়ে গেলেও পুলিশ মামলা না নেওয়ায় ভুক্তভোগী ওই পরিবার টাঙ্গাইল আদালতে মামলা করবেন বলেও জানা গেছে। জানা যায়, ওই গ্রামের মৃত খাদেমুল ইসলামের ছেলে মজনু, নজরুল ও তাইজুলদের সঙ্গে একই গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে সাদেকুল ও তার চাচাতো ভাই শহিদুল ইসলামের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল।
বিরোধ পুর্ণ ওই জমিটি মঙ্গলবার দুপুরে শহিদুল ও সাদেকুল, সিয়াম এবং রাজ্জাক মিলে জোর পূর্বক দখলের চেষ্টা করে। এতে বাঁধা দেওয়ায় মজনু মিয়ার স্ত্রী নাছিমা এবং নজরুলের স্ত্রী মরজিনাকে বেধড়ক মারধর করে। ওই সময় আহতদের চিকিৎসার জন্য সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে পৌর শহরের বাগান চালা এলাকায় পৌছালে সেখানে প্রতিপক্ষরা দ্বিতীয় দফায় তাদের উপর আবার হামলা চালায়। ওই হামলায় দেশীয় অস্ত্র দিয়ে মজনুর ভাই তাইজুল ইসলামের পেটে আঘাত করলে তার ভুঁড়ি বের হয়ে যায়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে,পরে অবস্থার অবনতি হলে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।এ বিষয়ে মজনু মিয়া বলেন, আমাদের জমিটি ওরা অবৈধ ভাবে দখলের চেষ্টা করেছিল। এতে বাঁধা দিতে গেলে সাদেকুল ও শহিদুল বহিরাগত লোক নিয়ে দুই দফায় হামলা করে। হামলায় আমার ভাইয়ের পেটের ভুঁড়ি বের হয়ে গেছে। সে এখন হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন। তিনি থানার ওসির বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ঘটনার দিনই থানায় লিখিত অভিযোগ করলেও পুলিশ এখনও মামলা রেকর্ড করেনি এবং কাউকে গ্রেফতারও করা হয়নি। আসামিরা আমাদের নানা ভাবে হুমকি ধামকি দিচ্ছে। আমরা এখন নিরাপত্তাহীনতায় রয়েছি। থানায় ঘুরে ঘুরে মামলা রেকর্ড না করতে পেরে তিনি কোর্টে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানায়।
এ ব্যাপারে সাদেকুল ইসলামের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।সখিপুর থানার ওসি রেজাউল করিম বলেন, জমি নিয়ে বিরোধে আহত হওয়ার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। আসামি না ধরার অভিযোগ সত্য নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। শিগগিরই মামলা রেকর্ড করা হবে।
Dhaka, Bangladesh শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 12:00 PM |
Asr | 3:00 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:41 PM |