- প্রচ্ছদ
-
- ঢাকা
- সখিপুরে ফসলি জমিতে বন বিভাগ গাছের চারা রোপণ করায় এলাকাবাসীর মানববন্ধন
সখিপুরে ফসলি জমিতে বন বিভাগ গাছের চারা রোপণ করায় এলাকাবাসীর মানববন্ধন
প্রকাশ: ১৬ জুন, ২০২৩ ৪:৩০ অপরাহ্ণ
টাঙ্গাইল প্রতিনিধি:-টাঙ্গাইলের সখিপুরে ফসলি জমিতে বনবিভাগ কর্তৃক চারা রোপণের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ শুক্রবার(১৬ জুন) সকাল ১১টায় উপজেলার কালিদাস বাজারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অবিভক্ত যাদবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল হাই এর সভাপতিত্বে মানববন্ধনে বহুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক লতিফ মিয়া, কালিদাস পশ্চিমপাড়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাসুম আল মামুন, বহুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সাবেক মেম্বার আব্দুল খালেক, মেম্বার শফিকুল ইসলাম, আবু হানিফ আজাদ প্রমুখ বক্তব্য দেন।
এসময় বক্তারা বলেন, ৫০-৬০ বছর ধরে ভোগদখল করা দুই ফসলি জমিতে বনবিভাগ গাছের চারা রোপণ করছে।
বক্তারা আরো বলেন, এই মানবন্ধনের মাধ্যমে আমরা এলাকাবাসী বন বিভাগ কর্তৃক ফসলি জমিতে গাছের চারা রোপণের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যদি বনবিভাগ আমাদের ভোগদখলকৃত জমিতে বনবিভাগের এই স্বেচ্ছাচারিতা বন্ধ না হলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। দুইদিন আগে বহেড়াতলী রেঞ্জের সদর বিটের আমতৈল এলাকায়ও একই দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
Please follow and like us:
20 20