আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১১:৫৭
সখিপুর(টাঙ্গাইল)উপজেলা সংবাদদাতা:-টাঙ্গাইল বনবিভাগের বাঁশতৈল রেঞ্জের বংশিনগর বিটের অধীন তক্তারচালা নতুনবাজার এলাকায় বনভূমিতে বিল্ডিং নির্মানের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে বনবিভাগ নিরব। জানা গেছে,বেশ কয়েক বছর পূর্বে তৎকালীন বংশিনগর বিট অফিসার যুবায়ের তক্তারচালা মৌজা জেল নং ১১৭ সিএস খতিয়ান ২ এসএ খতিয়ান ৭৮ দাগ নং ৩৮৮ জমির পরিমান ২১একর ১০শতাংশ জমিতে সংরক্ষিত বনাঞ্চলের জমি হিসাবে চারা রোপন করেছিলেন। উক্ত জমি করটিয়ার জমিদার খরম খান পন্নীর। এই বনবিভাগের ৬শতাংশ জমিতে হায়দার আলী গং বিল্ডিং নির্মান করছে। অথচ বনবিভাগ নিরব। এ বিষয়ে বাঁশতৈল রেঞ্জ অফিসার দেলোয়ার হোসেন,সহকারি বনসংরক্ষক টাঙ্গাইল মো.জামাল হোসেন তালুকদার,বিভাগীয় বন কর্মকর্তা(ডিএফও) ড. জহিরুল হক এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তারা কোন মন্তব্য করতে রাজি হয়নি। একইভাবে হতেয়া রেঞ্জের কালিদাস বিটের অধীন কীর্ত্তন খোলা এলাকায় বনবিভাগের জায়গায় আব্দুল কাদের পোল্ট্রি ফার্ম নির্মান করেছে। করোনাকালীন সময়ে একের পর এক বনবিভাগের জমিতে স্থাপনা নির্মান করে জবর-দখল হয়ে যাচ্ছে,কিন্তু অজ্ঞাতকারনে বনবিভাগে নিরব।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |