আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | বিকাল ৫:২৩
সখিপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:টাঙ্গাইলের সখিপুরে হতেয়া রেঞ্জের কালিদাস বিট এলাকায় বুধবার(২২ফেব্রæয়ারি) সাইফুল ইসলাম সিকদার(৩৫) নামে একজনকে গ্রেফতার করে টাঙ্গাইল বন আদালতে প্রেরন করেছে বনবিভাগ। সে উপজেলার মুচারিয়া পাথার(ইছাদিঘী পশ্চিমপাড়া) মো .জামাল সিকদারের ছেলে। কালিদাস বিট অফিসার শাহআলম বলেন,অবৈধভাবে সংরক্ষিত বনাঞ্চলের কাঠ পাচার কালে ব্যাটারিচালিত ভ্যানগাড়ি একটি,আকাশমনি বল্লী ৬টি,মোথা ১২টি, কোদাল একটি জব্দ করি এবং ধৃত আসামীসহ ফজলুল হক দুইজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আসামী করে ২০০০ সনের বন আইনের ২৬(১)(খ)২৬(১ক)(ঘ)(ঙ) ধারামতে শাস্তিযোগ্য ৬৩ক ধারায় জামিন অযোগ্য অপরাধে মামলা দায়ের করা হয়েছে। হতেয়া রেঞ্জের রেঞ্জ অফিসার আহাদ আলী বলেন, বন অপরা:ে লিপ্ত থাকাবস্থায় ২০০০সনের বন আইনের ৬৪ ধারার ক্ষমতাবলে আসামীকে গ্রেফতার করে টাঙ্গাইল বন আদালতে প্রেরন করা হয়েছে।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |