আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৩:১৬
মোহাম্মদ শরীফুল ইসলাম:- টাঙ্গাইলের সখিপুরে মসজিদ রোডে ৫তলা ভবনের দ্বিতীয়তলায় চাচা-ভাতিজা মার্কেটের জীবন বোরকা হাউজে অবৈধভাবে তালা দেওয়ায় অসহায় ব্যবসায়ী ইউসুব আলী বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে। উপয়ান্তর না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য ইউসুব আলী বাদী হয়ে ০১এপ্রিল টাঙ্গাইল জেলা পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ দাখিল করলে পুলিশ সুপার সঞ্চিত কুমার রায় দ্রæত ব্যবস্থা গ্রহণ করার জন্য সখিপুর থানার ওসি’কে নির্দেশ প্রদান করেন। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ১৫জন শ্রমিকসহ মালিক বেকার হয়ে গেছে। বর্তমানে তারা মানবেতর জীবন যাপন করছে। সখিপুর থানার সেকেন্ড অফিসার এসআই ওমর ফারুক বলেন,ইউসুব আলী বাদী হয়ে পুলিশ সুপার স্যার এর নিকট অভিযোগ করেছেন তা থানায় এসে পৌছেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। থানা পুলিশ প্রয়োজনী ব্যবস্থা গ্রহন করার কথা বললেও দীর্ঘ ১৫দিন অতিবাহিত হওয়ার পরও পুলিশ কোন কার্যকর পদক্ষেপ গ্রহন করেনি। বরং উল্টো জীবন বোরকা হাউজের স্বত্তাধিকারি ইউসুবকে দোকান ছেড়ে দেওয়ার জন্য থানা পুলিশ চাপ সৃষ্টি করছে। অপর দিকে সামাদ সিকদার গংরা জীবন বোরকা হাউজ দখল করে দোকানের মালামাল লুটপাট করে অন্যত্র ভাড়া দেওয়ার পাঁয়তারা করছে। অথচ এ দোকানের উপর আদালতে ১৪৪ ধারা মামলা রয়েছে। এ ক্ষেত্রে আদালতকে অবজ্ঞা করা হয়েছে।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |