আজ রবিবার | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | বিকাল ৫:২০
সখিপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:টাঙ্গাইলের সখিপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলার মামলার তিন মাস পর এজাহারভুক্ত আসামী আ.লীগ নেতা কলেজের অধ্যক্ষ এবং উচ্চ বিদ্যালয়ের এক প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে টাঙ্গাইল র্যাব ১৪।
বুধবার(২০নবেম্বর)সন্ধ্যায় পৌর ৭নং ওয়ার্ড থেকে তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে র্যাব ১৪ এর একটি চৌকষদল। সখিপুর থানার অফিসার ইন চার্জ(ওসি) জাকির হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।গত ২৭আগষ্ট সখিপুর পৌর ছাত্রদলের আহবায়ক মোরশেদুল হক অন্তর বাদী হয়ে সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়,সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ সাধারন সম্পাদক শওকত সিকদার সহ ১৬৮ জনের নাম এজাহারে নাম উল্লেখ করে ১০০/১৫০ জনকে অজ্ঞাতনামা আসামী করে সখিপুর থানায় মামলা দায়ের করে। সখিপুর থানার মামলা নং ০৩ তারিখ ২৭/০৮/২০২৪ইং। গ্রেফতারকৃতরা এজাহারনামীয় আসামী।
তাঁরা হলেন-সখিপুর পিএম পাইলট গভঃ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ উপজেলা আ.লীগের সাবেক সহ সভাপতি কেবিএম খলিলুর রহমান(৫৪) ও গোহাইলবাড়ী আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক,পৌর আ.লীগ সাবেক সহ সভাপতি বাংলাদেশ শিক্ষক সমিতি(মাধ্যমিক) সখিপুর উপজেলা শাখার সাবেক সভাপতি মো.শহিদুল ইসলাম(৫৫)।
টাঙ্গাইল র্যাব ১৪ এর সহকারি পুলিশ সুপার আবদুল বাসেত বলেন,গ্রেফতার দুইজন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলার মামলায় ৭৫ ও ৮০ নম্বর আসামী। গ্রেফতারকৃতদের সখিপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা সখিপুর থানার সেকেন্ড অফিসার এসআই মাসুদ রানা বলেন, গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার সকালে ৫দিনের রিমান্ড চেয়ে টাঙ্গাইল আদালতে প্রেরন করা হয়েছে। উল্লেখ্য,আ.লীগ সরকারের বিগত ১৫বছরে কেবিএম খলিলুর রহমান তার নিজ প্রতিষ্ঠানে ও প্রতিমাবংকী একতা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি থাকাকালীন বিপুল পরিমান অর্থ নিয়োগ বানিজ্যের মাধ্যমে হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। তিনি আ.লীগের বিগত ১৫বছরে প্রচুর বিত্ত বৈভব গড়ে তুলেছেন। কেবিএম খলিলুর রহমানের স্ত্রী শাহিনা আক্তার তারই প্রতিষ্ঠানের একই মাঠের পাশে সখিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,ছেলের স্ত্রী জাকিয়া জান্নাত বিথী সখিপুর উপজেলার সহকারি পরিবার পরিকল্পনা অফিসার। তার ছেলে রক্তিম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তথাকথিত সমন্বয়ক হিসাবে নিজেকে পরিচয় দেয়। মো.শহিদুল ইসলাম বাংলাদেশ শিক্ষক (মাধ্যমিক) সমিতি সখিপুর উপজেলা শাখার সভাপতি থাকাকালীন উপজেলার মাধ্যমিক,নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে নবম শ্রেনীতে বিভিন্ন প্রকাশনীর নোট-গাইড,ব্যাকারন,গ্রামার পাঠ্য করে প্রকাশনীর নিকট থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। সে উপজেলা পরিষদের দক্ষিন পাশে অত্যাধুনিক ৫তলা দালান নির্মান করেছে। যা সুষ্ঠ,নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |