আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | বিকাল ৩:১৪
সখিপুর(টাঙ্গাইল) প্রতিনিধি-টাঙ্গাইলের সখিপুরে ভুল চিকিৎসায় ১৫মিনিটের ব্যবধানে তিনটি ভরিল(অন্তঃস্বত্তা) গাভী মারা গেছে। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার(১০মে)সন্ধ্যা সাড়ে সাতটার সময় উপজেলার বোয়ালী মধ্যপাড়া (দক্ষিণ)এলাকায়। গাভী তিনটির মূল্য প্রায় ৪লাখ টাকা। জানা গেছে,ভরিল গাভী তিনটির জন্য বোয়ালী মধ্যপাড়ার মৃত আমজাদ আলীর ছেলে আজাহার বোয়ালী বাজারের আলফী এগ্রো ফিড এন্ড মেডিসিন দোকান থেকে বিভিন্ন ধরনের ফিড ও ভূষি নিয়ে যায়। ওই দোকানের পরিচালক ফয়সাল আহাম্মেদ এর কথা মতো ভরিল গাভী তিনটিকে মঙ্গলবার সন্ধ্যায় ওষুধ,ফিড খাওয়ানোর পনের মিনিটের মধ্যে তিনটি গাভীর মৃত্যু হয় এবং একটি গাভী মৃত্যুর সময় অর্ধেক প্রসব করে ফেলে। কান্নাজড়িত কন্ঠে গাভী তিনটির মালিক আজাহার বলেন,ফয়সালের ভুল চিকিৎসার কারনে আমার তিনটি ভরিল গাভীর মৃত্যু হয়েছে এবং অপর একটি বাছুরের অবস্থাও খারাপ। আমি এর বিচার চাই।অভিযুক্ত আলফী এগ্রো ফিড এন্ড মেডিসিন দোকান এর পরিচালক ফয়সাল আহাম্মেদ বলেন, আমি আমার দোকান থেকে গাভী তিনটিকে খাওয়ানোর জন্য সলিড ভূষি মিক্স প্লাস(মেয়াদ নেই), মিক্সার ভেইন,নাভা ডেক্স,গম এভিমিক্স প্রোটিন প্লাস ২কেজি, ভিটিসি প্রোভিও প্লাস/ক্যাল + ৫লিটার এসএমজি লিভ+১লিটার বিক্রি করেছি এবং খাওয়ানোর নিয়ম দেখিয়ে দিয়েছি,তবে কি কারনে গাভী তিনটির মৃত্যু হয়েছে তা জানি না। সখিপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সামিউল বাছির বলেন, মারা যাওয়া গাভী তিনটির স্যাম্পল সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে,ল্যাবের রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |