- প্রচ্ছদ
-
- ঢাকা
- সখিপুরে শাল-গজারি বল্লীসহ ট্রাক জব্দ করেছে বনবিভাগ
সখিপুরে শাল-গজারি বল্লীসহ ট্রাক জব্দ করেছে বনবিভাগ
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ ৫:২৮ অপরাহ্ণ
টাঙ্গাইল জেলা প্রতিনিধি :-টাঙ্গাইলের সখিপুর উপজেলার বহেড়াতৈল রেঞ্জের আওতায় কাকড়াজান বিটের মামুদ নগর এলাকায় থেকে গজারি (বল্লী) সহ একটি ট্রাক আটক করা হয়েছে। কাঠগুলো ওই এলাকার লিটন ও জুয়েল এর এবং ট্রাক বাঁশতৈল এলাকার আলেক,তোফায়েলের।
শুক্রবার (২৪ফ্রেবুয়ারি) আনুমানিক ভোর ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বহেড়াতলী রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে অভিযান চালিয়ে মামুদনগর আইলসার চালা এলাকা থেকে গজারি বল্লী সহ ঢাকা মেট্রো-১৫-৯৯২৭ ট্রাক জব্দ করা হয়।এসময় অভিযান চলাকালে চোর চক্রের কাউকে পাওয়া যায়নি। বহেড়াতলী রেঞ্জ কর্মকর্তা বলেন আমাদের উপস্থিতি টের পেয়ে গজারি বল্লী সহ ট্রাক ফেলে পালিয়েছে চোর চক্র। তিনি আরও জানান মাল বোঝাই, ট্রাকটি জব্দ করে কাঠসহ বহেড়াতলী রেঞ্জ কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।
এবিষয়ে বহেড়াতলী রেঞ্জ কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আনুমানিক ৮৫ হাজার টাকার গজারি বল্লী সহ ট্রাকটি আটক করতে সক্ষম হই। ট্রাক বোঝাই গজারি কাঠ চোর চক্রের ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে এবং তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। রাষ্ট্রীয় সম্পদ, বন ও পরিবেশ রক্ষার জন্য এইরকম অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
Please follow and like us:
20 20