আজ রবিবার | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১২ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ৬:৫৮
সখিপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:- টাঙ্গাইলের সখিপুরে পুত্রবধূকে ধর্ষণ করে গর্ভপাত করায় শশুরকে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন করেছে। আজ শুক্রবার (০৮ অক্টোবর) সকাল ১১.৩০ মিনিটে উপজেলার লাংগুলিয়া গ্রামের বংশী বাড়িচালা বাজার ওই ধর্ষক শ্বশুর নাছির উদ্দিন উরফে নাছুর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন এলাকাবাসী। মানববন্ধনে স্থানীয় গ্রামবাসী আওয়ামী লীগ নেতাসহ শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে আব্দুল হালিম বাউল এর সভাপতিত্বে ধর্ষক শ্বশুর নাছির উদ্দিন উরফে নাছুর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বক্তব্য রাখেন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন, দলিল লেখক আরিফুল ইসলাম পানু, সাবেক ইউনিয়ন যুবলীগ নেতা রুবেল মিয়া, কান্দু মিয়া প্রমুখ। স্থানীয় ইউপি সদস্য জয়েন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সখিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) একে সাইদুল হক ভূইয়া বলেন,অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
উল্লেখ্য গ্রামবাসী জানান, পুত্রবধূ গর্ভবতীর ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য শ্বশুর নাছির উদ্দিন কয়েকদিন আগে পুত্রবধু ৫ মাসের অন্তঃস্বত্তার গর্ভপাত ঘটায় এবং গ্রামের কয়েক জন দুষ্কৃতিকারী মানুষের উপস্থিতিতে একশত টাকার স্ট্যাম্পে ২লাখ ৩০হাজার টাকা উল্লেখ করে ২লাখ ১০হাজার টাকা দিয়ে পুত্রবধূকে তার বাবা তালের বাড়ি উপজেলার কৈয়ামধু কারিগর পাড়ায় পাঠিয়ে দেয়। ঘটনাটি মুহূর্তের মধ্যেই এলাকায় ছড়িয়ে পড়ে।
Dhaka, Bangladesh রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:07 PM |
Asr | 3:10 PM |
Magrib | 5:31 PM |
Isha | 6:50 PM |