- প্রচ্ছদ
-
- ঢাকা
- সখিপুরে সড়ক দূর্ঘটনায় মুজিব কলেজ শিক্ষকের মৃত্যু
সখিপুরে সড়ক দূর্ঘটনায় মুজিব কলেজ শিক্ষকের মৃত্যু
প্রকাশ: ২২ মে, ২০২১ ৬:০২ অপরাহ্ণ
মোহাম্মদ শরীফুল ইসলামঃ- টাঙ্গাইলের সখিপুরে সড়ক দূর্ঘটনায় সরকারি মুজিব কলেজের বাংলা বিভাগের সাবেক সহকারী অধ্যাপক মো. জয়নূল আবেদীন (৬৫) এর মৃত্যু হয়েছে। শুক্রবার (২১মে)বিকেলে উপজেলার বড়চওনা মোটেরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। তাঁর বাড়ি উপজেলার আড়াইপাড়া গ্রামে। তিনি আড়াইপাড়া আজগরিয়া সিনিয়র ইসলামিয়া মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন।
জানা যায়, শুক্রবার বিকেলে সখিপুর থেকে অটো ভ্যান যোগে বড়চওনা যাওয়ার পথে বড়চওনা মোটেরপাড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি’র সাথে সংঘর্ষ হয়। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বড়চওনা ও রাতে ঢাকার গ্রীন লাইফ হাসপাতালে ভর্তি করা হলে রাত ২ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে সহকর্মী, ছাত্র, পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
তিনি সরকারি মুজিব কলেজের বাংলা বিভাগের সাবেক সহকারী অধ্যাপক এবং সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ, কালিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার গভর্ণিংবডির সভাপতি ছিলেন। তাঁর প্রথম জানাজা নামাজ সরকারি মুজিব কলেজে সকাল ১০টায় দুপুর ২টায় কালিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।মৃত্যুকালে তিনি এক স্ত্রী,এক ছেলেে,এক মেয়ে,মেয়ের স্বামী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
Please follow and like us:
20 20