- প্রচ্ছদ
-
- অপরাধ
- সখিপুরে সিঁধ কেটে ঘরে ঢুকে আড়াই মাসের শিশু ছিনতাই
সখিপুরে সিঁধ কেটে ঘরে ঢুকে আড়াই মাসের শিশু ছিনতাই
প্রকাশ: ১ এপ্রিল, ২০২১ ১২:১৪ অপরাহ্ণ
মোঃ শরিফুল ইসলাম:-টাঙ্গাইলের সখিপুরে সিধঁ কেটে ঘরে ঢুকে মায়ের মুখে গামছা বেঁধে জোনায়েদ নামে আড়াই মাস বয়সী এক শিশুকে ছিনতাই করে নিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (এক এপ্রিল) ভোব তিনটার দিকে উপজেলার শোলা প্রতিমা এলাকায় এ ঘটনা ঘটে। শিশু জোনায়েদ ওই গ্রামের ট্রাক ড্রাইভার আছির উদ্দিনের ছেলে। এ ঘটনায় পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার রাতে আছির উদ্দিনের স্ত্রী কল্পনা আক্তার দুই সন্তান নিয়ে ঘুমিয়ে পড়ে। এক পর্যায়ে রাত তিনটার দিকে প্রথমে একজন সিধঁ কেটে ঘরে প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে কল্পনা চিৎকার করে। পরে ওই সিঁধ দিয়েই আরও একজন ঢুকে কল্পনা আক্তারের মুখে গামছা বেঁধে আড়াই মাস বয়সী জোনায়েদকে ছিনতাই করে নিয়ে যায়। শিশুর মা কল্পনা আক্তার বলেন, আমার স্বামী একজন ট্রাক ড্রাইভার। সে বাড়িতে না থাকায় দুর্বৃত্তরা সিধ কেটে ঘরে ঢুকে আমার মুখে গামছা বেঁধে আমার ছেলেকে ছিনতাই করে নিয়ে গেছে।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে সাইদুল হক ভূঁইয়া বলেন, শিশুটিকে উদ্ধারে পুলিশ কাজ করছে, আশা করি শীঘ্রই শিশুটিকে উদ্ধার করা যাবে।
Please follow and like us:
20 20