সখিপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:-টাঙ্গাইলের সখিপুরে সড়ক দুর্ঘটনায় ওয়াসিম (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার(১৯অক্টোবর) সকালে বড়চওনা-ধইন্যাজানি সড়কের বাঘেরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওয়াসিম ওই এলাকার প্রবাসী আব্দুস সবুর মিয়ার ছেলে। তার এ অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় ইউপি সদস্য আনিসুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, সোমবার সকালে ওয়াসিম বাড়ির পাশে অন্য শিশুদের সাথে খেলতে যায়। এক পর্যায়ে বড়চওনা-ধইন্যাজানি সড়ক পারাপার হতে গেলে একটি অটোভ্যান তাকে চাপা দিলে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা নেওয়ার পথে মৃত্যু হয়।