আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১২:৩৫
সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :-টাঙ্গাইলের সখিপুর উপজেলার হাতীবান্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরাঙ্গ সরকার(৪৫) পঞ্চম শ্রেণীর হিন্দু শিক্ষার্থী ধর্ষিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ধর্ষিতা ওই এলাকার মৃধান বাদ্যকর এর মেয়ে। গৌরাঙ্গার পিতার নাম ক্ষিতীশ সরকার, গ্রামঃ হাতীবান্ধা মহিষডাঙ্গা, থানাঃ সখিপুর, জেলাঃ টাঙ্গাইল। এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার হাতীবান্ধা এলাকায় গত বৃহস্পতিবার ২৭/১০/২০২২ তারিখে স্কুল ছুটির পর হাতীবান্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে প্রধান শিক্ষক গৌরাঙ্গ সরকার পঞ্চম শ্রেণীর ছাত্রী (১১)কে ধর্ষণ করে বলে ভিকটিম অভিযোগ করেন। ধর্ষণের পর কাউকে কোন কিছু না বলার জন্য ভিকটিমকে প্রধান শিক্ষক গৌরাঙ্গ সরকার হুমকি দেয়। ভিকটিম প্রথমে ভয়ে কিছু বলেনি। গতকাল ৩১/১০/২২ তাং ভিকটিম তার পরিবারের কাছে সবকিছু প্রকাশ করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য শুকলাল সরকার। সখিপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার সরকার বলেন, ঘটনাটি খুবই ন্যাক্কারজনক। এর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। অভিযুক্ত হাতীবান্ধা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরাঙ্গ সরকারের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। একটি কুচক্রী মহল ঘটনাটি ধামাচাপা দিতে গ্রাম্য সালিশের মাধ্যমে মীমাংসের ব্যবস্থা করছে বলে এলাকাবাসী জানায়। সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রেজাউল করিম বলেন, থানায় কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |