আজ মঙ্গলবার | ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৭ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ৮:৪২
মোহাম্মদ শরীফুল ইসলাম:- টাঙ্গাইলের সখিপুর উপজেলা পরিষদ নির্বাচন ৬ষ্ঠ ধাপে আগামী ৫জুন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ভোটের লড়াইয়ে দুই ভায়রা,ভাতিজি জামাইসহ ৬জন উপজেলা চেয়ারম্যান পদে লড়ছেন। এরা হলেন, উপজেলা আ.লীগ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ শওকত সিকদার(কাপ পিরিচ), তার শালিকার স্বামী আপন ভায়রা উপজেলা আ.লীগ সদস্য অধ্যক্ষ সাঈদ আজাদ(আনারস), সাঈদ আজাদের ভাতিজি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ(মিডফোর্ট),ঢাকা এর সহযোগী অধ্যাপক ডাঃ শাহনাজ বেগম নাজ এর স্বামী উপজেলা আ.লীগ সহ সভাপতি অধ্যাপক রফিক ই রাসেল(হেলিকাপ্টার)। এ তিনজন ছাড়াও রয়েছেন উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগ সাধারন সম্পাদক সখিপুর পৌর সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব(গামছা),স্বতন্ত্র প্রার্থী মো.ফারুক হোসেন(ঘোড়া),টাঙ্গাইল সরকারি এমএম আলী কলেজ কাগমারি সাবেক জিএস,ভিপি ৬নং কালিয়া ইউপি চেয়ারম্যান জামাল মিয়ার ছেলে আলমগীর হোসেন চাঁন(মোটরসাইকেল)। এ ছয়জন প্রার্থী উপজেলার প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন সাংস্কৃতিক,সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহন করে ভোট প্রার্থনা করে চলেছেন। উপজেলার সর্বত্র পোষ্টার,ফেস্টুনে ভরে গেছে। প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মাইকিং করে প্রচার-প্রচারনা চালানো হচ্ছে। বিভিন্ন প্রার্থীর কর্মী সমর্থকরা দল বেধে পান,বিড়ি,সিগারেট,চকলেট,বিস্কুট নিয়ে বাড়ি বাড়ি গিয়ে স্ব স্ব প্রার্থীর প্রতীক সম্বলিত মিনি পোষ্টার দিয়ে নানা ধরনের প্রতিশ্রæতি দিয়ে ভোট প্রার্থনা করছেন। উপজেলা ভাইস চেয়ারম্যান(পুরুষ)পদে ভোটের মাঠে আছেন, বর্তমান ভাইস চেয়ারম্যান মো.শফিউল ইসলাম কাজী বাদল(উড়োজাহাজ),উপজেলা আ.লীগ সদস্য শিবলি সাদিক(চশমা),উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগ সাংগঠনিক সম্পাদক আয়নাল হক(টিউবওয়েল),খালি পায়ের সাবেক মেম্বার জয়নাল আবেদীন(তালা)। উপজেলা ভাইস চেয়ারম্যান(মহিলা) পদে ভোটের মাঠে আছেন,বর্তমান ভাইস চেয়ারম্যান এড. জাহানারা লুৎফা আনোয়ার(প্রজাপতি),উপজেলা মহিলা আ.লীগ সাধারন সম্পাদক রওশন আরা রিতা(কলসী), উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগ সাবেক সভাপতি হাতীবান্ধা ইউপি সাবেক চেয়ারম্যান প্রয়াত বীরমুক্তিযোদ্ধা আতোয়ার রহমানের মেয়ে আখি আতোয়ার(ফুটবল),মেহেরিন খাদিজা লতা(হাঁস)। উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শওকত সিকদার(কাপ পিরিচ) বলেন, আমি দুইবার উপজেলা চেয়ারম্যান ছিলাম,জনগনের নিকট আমি একজন পরীক্ষিত সৈনিক,সুতরাং আগামী ৫জুন উপজেলা পরিষদ নির্বাচনে আমার কাপপিরিচ প্রতীক বিপুল ভোটে বিজয়ী হবে বলে আমি শতভাগ আশাবাদী। সানোয়ার হোসেন সজীব(গামছা) বলেন,নির্বাচন অবাধ,সুষ্ঠ,নিরপেক্ষ হলে বিজয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। তাছাড়া আমাদের পাশর্^বর্তী উপজেলা কালিহাতীতে ২১ মে নির্বাচনে,আমার দল কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর বীরউত্তম এর ছোট ভাই এস এ এম আজাদ সিদ্দিকী(আনারস) উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সখিপুরবাসীও আগামী ৫জুন তাদের ভোটাধিকার প্রয়োগ করে আমাকে নির্বাচিত করবে ইনশাল্লাহ। ফারুক হোসেন(ঘোড়া) বলেন, নবী করিম (সাঃ) মেরাজে ঘোড়ায় করে গমন করেছিলেন,আমার প্রত্যন্ত অঞ্চলে ঘোড়া ছাড়া যাতায়াতের কোন ব্যবস্থা নেই,আমার প্রতীকও ঘোড়া আগামী ৫জুন ঘোড়া প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে উপজেলা চেয়ারম্যান হিসাবে যে ভাতা পাব তা সখিপুরের গরীব-দঃুখী মানুষের মাঝে বিলিয়ে দিবো।অধ্যক্ষ সাঈদ আজাদ(আনারস) বলেন, সখিপুরের ভোটারগন আমাকে তাদের বুকে টেনে নিয়েছেন তার বহিঃপ্রকাশ ঘটাবে ৫জুন ব্যালটের মাধ্যমে। অধ্যাপক রফিক ই রাসেল(হেলিকাপ্টার) বলেন, আমি সারাজীবন নিঃস্বার্থভাবে পরিচ্ছন্ন রাজনীতি করেছি,সখিপুরের জনগন আমার সাথে রয়েছে এবং ভোটের মাধ্যমে আমাকেই বিজয়ী করবে বলে আমি আশাবাদী। আলমগীর হোসেন চাঁন(মোটরসাইকেল) বলেন,৬নং কালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমার বাবা জামাল মিয়ার নির্বাচনে যারা ষড়যন্ত্র করেছিল,তারা সহ আরো নতুন কিছু ষড়যন্ত্রকারী একত্র হয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সখিপুরের জনগন আগামী ৫জুন ব্যালটের মাধ্যমে আমার বাবার মতো আমাকেও বিজয়ী করে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙ্গা জবাব দিবে ইনশাল্লাহ। ইউপি নির্বাচনে আমার বাবার প্রতীক ছিল মোটর সাইকেল আমার প্রতীকও মোটরসাইকেল। সখিপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আ.লীগের প্রার্থী ৪জন,কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী ১জন,স্বতন্ত্র প্রার্থী ১জন। বিএনপি নির্বাচন বর্জন করায় এখানে বিএনপি’র কোন প্রার্থী নেই। সঙ্গতকারনে সকল প্রার্থীই বিএনপি ভোটারদের ভোটকেন্দ্রে এসে ভোট দেওয়ার জন্য বিভিন্নভাবে আকৃষ্ট করার চেষ্টা করছেন। নির্বাচন অবাধ,সুষ্ট,নিরপেক্ষ হলে যে প্রার্থী বিএনপি ভোটারদের আকৃষ্ট করতে পারবেন তিনিই বিজয়ী হবেন বলে সাধারন ভোটারদের সাথে কথা বলে জানা গেছে।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:05 PM |
Asr | 3:07 PM |
Magrib | 5:27 PM |
Isha | 6:47 PM |