- প্রচ্ছদ
-
- ঢাকা
- সখিপুর কালিয়া-জিতাশ্বরী সড়কের বেহালদশা,চলাচলের অনুপযোগী
সখিপুর কালিয়া-জিতাশ্বরী সড়কের বেহালদশা,চলাচলের অনুপযোগী
প্রকাশ: ২১ সেপ্টেম্বর, ২০২০ ৩:৪৮ অপরাহ্ণ
সখিপুর(টাঙ্গাইল)উপজেলা সংবাদদাতা:-টাঙ্গাইলের সখিপুর উপজেলার কালিয়া থেকে জিতাশ্বরীর রাস্তার বর্তমানে বেহাল অবস্থা চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়েছে। এই সড়কটি দিয়ে ধলিপাড়া, চেয়ারম্যানবাড়ির মোড়, শিরির চালা, বড়বাইদ পাড়া, আজিম নগর বাজার,এবং জিতাশ্বরীর এই সড়কটি দিয়ে শত শত লোকের যাতায়াত করে। একটু বৃষ্টি হলেই এই সড়কে চলাচলকারী মানুষকে অবর্ণনীয় দুর্ভোগের শিকার হতে হয়। এই সড়কের পাশে রয়েছে ২টি প্রাইমারি স্কুল, ১ টি দাখিল মাদ্রাসা, ১ টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। এই সড়কটি এলাকার ছাত্র-ছাত্রীর যাতায়াতের একমাত্র পথ। বর্ষাকালে শিক্ষার্থীদের কষ্টের সীমা থাকে না। বর্ষাকালে বৃষ্টি হলে, এক হাঁটু কাদা জমে, তখন যানবাহন তো দূরের কথা হেঁটে চলাচলও বিপদজনক হয়ে পড়ে।চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এবং এ অঞ্চলের মানুষের দিকে তাকিয়ে রাস্তাটি পাকা করার উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের দৃষ্টি আকর্ষন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী
Please follow and like us:
20 20