- প্রচ্ছদ
-
- ঢাকা
- সখিপুর থেকে ৩৯কেজি গাঁজাসহ আন্ত:জেলা পাঁচ মাদক কারবারিকে আটক
সখিপুর থেকে ৩৯কেজি গাঁজাসহ আন্ত:জেলা পাঁচ মাদক কারবারিকে আটক
প্রকাশ: ১৩ জানুয়ারি, ২০২৪ ৪:০৩ অপরাহ্ণ
টাঙ্গাইল প্রতিনিধি:-টাঙ্গাইলের সখিপুর থেকে ৩৯কেজি গাঁজাসহ আন্ত:জেলা পাঁচ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার কচুয়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো- বাগেরহাটের দশানী এলাকার ওয়াদুদ শেখের স্ত্রী মমতাজ বেগম (৫৩), গাইবান্ধার পলাশবাড়ী এলাকার শাহজাহান মিয়ার স্ত্রী শিরিনা (৪৬), নরসিংদীর করিমপুর এলাকার মোশারফ হোসেনের স্ত্রী পারুল (৫০), শরীয়তপুরের নাড়িয়া এলাকার খোরশেদ আলমের স্ত্রী রোকেয়া (৫৫) ও গাইবান্ধা গোবিন্দগঞ্জের সানোয়ার হোসেনের ছেলে রাজু আহমেদ (২৮)।
অভিযান শেষে অভিযুক্তদের আটক করে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, আমি অফিসে থাকার সময় গোপন সূত্রে সংবাদ পাই কচুয়া গ্রামের এক বাড়িতে বিপুল পরিমাণ গাঁজা মজুদ রয়েছে এবং মজুদকারীরা সেগুলো দেশের বিভিন্ন জায়গায় সাপ্লাই দেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এ খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে একজন পুরুষ ও চারজন নারীর কাছ থেকে একটি বস্তায় ও তিনটি স্কুল ব্যাগে সর্বমোট ৩৯ কেজি গাঁজা উদ্ধার করি। যার মূল্য আনুমানিক সাড়ে ৩ লাখ টাকা।
Please follow and like us:
20 20