আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৪:১৯
সখিপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ- টাঙ্গাইলের সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাতৃমৃত্যু হ্রাসকল্পে ভাউচার প্রকল্প চালু রয়েছে। বিগত ২০১৭-১৮ অর্থবছরের ডিএসএফ এর বরাদ্দকৃত ৩লাখ ৯৮ হাজার ৮শত ১৪টাকা আতœসাতের অভিযোগ পাওয়া গেছে। আতœসাতকৃত টাকার ভাউচারে তৎকালীন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো.বেলায়েত হোসেন, প্রধান সহকারি মো.মিজানুর রহমান,হিসাব রক্ষক রেহানা সুলতানা তিনজনের স্বাক্ষর রয়েছে। এ বিষয়ে ডিজি (স্বাস্থ্য) অফিস থেকে গাজীপুর সিভিল সার্জন ডাঃ খায়রুজ্জামান এর নেতৃত্বে একটি তদন্ত টিম গত ১৮জুলাই/২০২২ইং তারিখে এবং টাঙ্গাইল সিভিল সার্জন অফিস থেকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সাইদ এর নেতৃত্ব আরেকটি তদন্ত টিম গত ০৮আগষ্ট/২০২২ইং তারিখে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তদন্ত করে গিয়েছেন। তদন্তে ডিএসএফ’র ৩লাখ ৯৮ হাজার ৮শত ১৪ টাকা আতœসাতের তথ্য-উপাত্ত প্রমানিত হবার পরও অভিযুক্তদের বাঁচানোর জন্য জোর চেষ্টা,তদবির অব্যাহত রয়েছে বলে একটি সূত্র জানায়। তবে তদন্তে সংশ্লিষ্ট কেউ এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি। অভিযুক্ত হিসাব রক্ষক রেহানা সুলতানা বলেন,ডিএসএফ’র অর্থ আতœসাতের ঘটনায় তদন্ত হয়ে গেছে। নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের কয়েকজন স্টাফ বলেন,রেহানা পারভীন একাধারে হিসাব রক্ষক,ক্যাশিয়ার কাম কম্পিউটার অপারটের তিনটিপদে কর্মরত রয়েছে এবং তার নিকট থেকে কাজ করিয়ে নিতে হলে সিন্ডিকেটের মাধ্যমে মোটা অংকের কমিশন দিতে হয়। এছাড়া নিজ কর্মস্থলে তার বাড়ি হওয়ায় তার ভয়ে আমরা আতংকে থাকি ও আমরা কেউ মুখ খুলতে পারি না।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |