আজ বুধবার | ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি | দুপুর ১২:৪০
মো.শরীফুল ইসলাম,সখিপুর, টাঙ্গাইল : টাঙ্গাইলের সখিপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের আন্দি গ্রামের মসজিদের ইমামসহ সড়ক দুর্ঘটনায় ৩জন নিহত হয়েছে।
রবিবার( ১০নভেম্বর)উপজেলার আন্দি গ্রামের ছুটি শেষে প্রবাসী বন্ধু মামুনকে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে ঢাকা থেকে ফেরার পথে একই এলাকার মসজিদের ইমামসহ প্রাইভেটকার আরোহী তিনজনের দু’জন ঘটনাস্থলে অপরজন মেডিকেলে নেওয়ার পথে মারা যায়।স্থানীয়রা প্রাইভেটকারের চালককে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করে।পুলিশ ও স্থানীয় সুত্রে ঘটনার বিবরণে জানা যায়,রাত আনুমানিক ৩টার দিকে কালিয়াকৈর শিলাবৃষ্টি পাম্পের কাছে প্রাইভেটকার ইউটার্ন করার সময় আল-বারাকা পরিবহনের একটি দূরপাল্লার বাসের ধাক্কায় প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়।এসময় প্রাইভেটকারের চালক ছাড়া সবাই নিহত হয়।সড়ক দুর্ঘটনায় নিহতরা হলো মো.জুয়েল (২৬) আন্দি গ্রামের মো.সেকান্দারের ছেলে,মো.নাসির উদ্দিন (২২)দেবলচালা মো.সবুব মিয়ার ছেলে।অপরজন মধুপুর উপজেলার চাকুন্দা ইউনিয়নের বীরের গ্রাম এলাকার মুসলিম উদ্দিন( ৩০) মো.সৈয়দ আলীর ছেলে।ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহতের স্বজন সবুর মিয়া বলেন,অনেক বড়ক্ষতি হয়ে গেল!ইমাম সাহেব এবং নাসিরউদ্দিনের স্ত্রী অন্তঃস্বত্ত্বা।একই গ্রামে একসাথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে এসেছে। এ বিষয়ে গাজীপুর নাওজোড় হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ রহিজ উদ্দিন জানান,বাস ও প্রাইভেটকার পুলিশ হেফাজতে রয়েছে।তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Dhaka, Bangladesh বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 4:54 AM |
Sunrise | 6:12 AM |
Zuhr | 11:43 AM |
Asr | 2:51 PM |
Magrib | 5:13 PM |
Isha | 6:32 PM |