আজ বুধবার | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৮ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ১১:২৬
বিডি দিনকাল ডেস্ক:- রাজধানীর সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ৭০-৮০ জন যাত্রী নিয়ে ডুবে যায় ওয়াটারবাস । যাত্রীবাহী ওয়াটার বাসডুবির ঘটনায় এ পর্যন্ত চার জনের লাশ উদ্ধার করা হয়েছে। বিআইডব্লিউটিসির মালিকানাধীন ওয়াটার বাসটি সদরঘাট থেকে কেরানীগঞ্জের কালীগঞ্জে যাত্রী পারাপারে নিয়োজিত ছিল। ওয়াটার বাসে চলাচল করা যাত্রীদের অভিযোগ সিটের চাইতেও ২ থেকে ৩ গুন যাত্রী বহন করা হতো। কোনো লাইফ জ্যাকেট ছিলো না। স্থানীয় মানুষ, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার কাজে অংশ নিয়েছেন।
প্রত্যক্ষ দর্শীদের অনেকেই বলেছেন,শনিবার রাত পৌনে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। কিছু যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও এখনো অনেক নিখোঁজ রয়েছেন। চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করা হচ্ছে।
সদরঘাট নৌ থানার ওসি শফিকুর রহমান বলেন, ওয়াটার বাসটি সদরঘাট থেকে কালীগঞ্জের তেলঘাট যাওয়ার সময় বালুবাহী বাল্কহেড এসে সেটিকে ধাক্কা দেয়। এতে ওয়াটার বাসটি ঘটনাস্থলেই ডুবে যায়।
একাধিক নৌ মাঝি বলেন, নারী-শিশুসহ অন্তত ৭০-৮০ জন যাত্রী ছিলো ওয়াটার বাসটিতে।তাদের কেউ কেউ সাঁতরে তীরে উঠেছেন।
Dhaka, Bangladesh বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:05 PM |
Asr | 3:07 PM |
Magrib | 5:28 PM |
Isha | 6:48 PM |